টয়লেট কী করে দুর্গন্ধমুক্ত থাকে?

ফারহানা আবির
Published : 30 Oct 2012, 12:44 PM
Updated : 30 Oct 2012, 12:44 PM

আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে একটি হলো পয়ঃনিষ্কাসন । আর শহরের প্রায় প্রতিটি বাড়িতে কিংবা রেস্টুরেন্ট অথবা শপিং মল এ High Commode বা Pan ব্যবহৃত হচ্ছে । কিন্তু কথা হল কান মল মূত্র ত্যাগ করে পানি flush করার পর আর কোন গন্ধ বের হয় না। মল মূত্র পানির সাথে বিক্রিয়া করে তো আরও দুর্গন্ধ হওয়ার কথা । আবার Pan এ উঁকি দিলেই একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পানি জমে থাকে, কেন? এই রহস্য আজ খোলাসা করব ।

Pan এর উপরিভাগে সাধারণত একটা চকচকে, পিচ্ছিল আবরণ দেয়া থাকে যাতে পরিষ্কার করতে সুবিধা হয়। পয়ঃনিষ্কাসন এর পর পানি Flush করা হয় অথবা বালতি ভরে পানি ঢালা হয়, সেই পানির চাপে মল মূত্র Drain এর পাইপ এ চলে যায়।

এখন আমরা যদি কখন Pan বা High Commode পাশ থেকে লক্ষ্য করি তবে দেখা যাবে এদের নিচে U এর মত বাঁকা পাইপ থাকে Flush করার পর পরিষ্কার পানির চাপে মল মূত্র অই পাইপ দিয়ে বের হয়ে যায় আর রয়ে যায় পরিষ্কার পানি। এই জমে থাকা পানি দুর্গন্ধ সৃষ্টিকারী গ্যাসকে ড্রেইন পাইপ থেকে ফিরতে বাধা দেয়। Toilet ও থাকে ফ্রেস আর দুর্গন্ধমুক্ত ।তাই যখনই Toilet থেকে বের হব অবশ্য্ই Flush করব ।