ব্লগের টেকনিক্যাল সমস্যা নাকি কারো কারুকার্য?

ফারুক
Published : 9 Oct 2011, 10:02 AM
Updated : 9 Oct 2011, 10:02 AM

গতকাল বিকালে আমি সিডনির মনোরেল নামে ভিডিও পোষ্টটি দেই। পোষ্ট দেওয়ার সাথে সাথে আমার আইডি লগ আউট হয়ে গেল অটোমেটিক। সাথে সাথেই পোষ্টটি ব্লগ পেইজে আসলো। তারপর যা হলো :

প্রথমে পোষ্টটি পেইজে আসলেও কিন্তু আসেনি কোন লেখকের নাম। পেইজে ক্লিক করলেও কোন পঠিত সংখ্যা-০। পরে আমার ব্লগে লগইন করলে ঐ ভিডিও পোষ্টটি আমার একাউন্টে নেই। কিছুক্ষন পর ব্লগের হোমপেইজের সিডনির মনোরেলে ক্লিক করলে দেখা যায় পোষ্টটি সরিয়ে ফেলা হয়েছে। তারপরও ভিডিওটি বিডিব্লগের হোম পেজে ছিল। প্রায় ২ঘন্টা পর দেখা গেলে লেখকের নাম আসলো এ.বি. সিদ্দিকী।
দেখুন ছবিটা-

কাল এ.বি. সিদ্দীকির প্রোফাইলে ক্লিক করলে দেখা যেত সার্ভার নট ফাউন্ড আর আজ সকালে দেখি এই রূপ-

গত কালে সিডনির মনোরেল নামে যে ভিডিও পোষ্টটি আমি দিলাম তা আমার ভিডিও এলবামে নেই কিন্তু এ.বি. সিদ্দিকীর ভিডিও পোষ্টে রয়েছে। একজনের পোষ্ট যদি অন্যের আইডি থেকে পোষ্ট দেখায় তাহলে বিষয়টি কেমন হলো? গভীর ভাবে ভাবতে গেলে এটি ব্লগের নিরাপত্তার হুমকি স্বরূপও।

তাই এটি কি ব্লগের টেকনিক্যাল সমস্যা নাকি কারো কারুকার্য বুঝতে পারছি না।

সমস্যা গুলো বুঝতে পারছি না বলে আপনাদের শেয়ার করলাম। বিষয়টি ব্লগটিমের দৃষ্টি আকর্ষন করছি এবং আপনাদের এ ব্যাপারে পরামর্শ থাকলে জানালে উপকৃত হব।