যেখানে সেখানে নয়, স্পীড ব্রেকার স্থাপন হবে মহাসড়কের টার্নিং পয়েন্টে (বাঁকে), গুরুত্বপূর্ণ পয়েন্টে

ফারুক
Published : 27 Oct 2011, 08:38 AM
Updated : 27 Oct 2011, 08:38 AM

গতকাল বিডিনিউজ ২৪ ডট কম এর সংবাদে জানা যায়, মহাসড়কে স্পীড ব্রেকার বিপদজনক আশংকায় যেখানে সেখানে স্পীড ব্রেকার তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয় পাশাপাশি মহাসড়কের টার্নিং পয়েন্ট / বাঁকে ছোট ছোট স্পীড ব্রেকার স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শও দিয়েছে যোগাযোগমন্ত্রণালয়।

যুগ যুগ ধরে অতিবাহিত সমস্যা মহাসড়ক দূর্ঘটনার গুরুত্বপূর্ণ ১টি কারণ ও মহাসড়ক দূর্ঘটনারোধে ব্যতীক্রমী ও নতুন ২টি কৌশল আমি উপস্থাপন করেছিলাম এই ব্লগে। আমার পূর্ববর্তী ব্লগ পোষ্ট নিচে দেওয়া হলোঃ-