বসবাসের অনুপযোগী ঢাকা, বিশ্বে ২য় স্থান দখল

ফারুক
Published : 24 Feb 2011, 05:17 PM
Updated : 24 Feb 2011, 05:17 PM

আসলে বসবাসযোগ্য করা এর অনেকটাই নির্ভরই করেছে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উপর। যানজট রাজধানীতে বসবাসের অযোগ্য করে তুলেছে এবং দেশকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে জনসংখ্যা বেড়েছে, বেড়েছে যানবাহনও। কিন্তু সঠিক পরিকল্পনা এবং তার প্রয়োগ বাড়েনি। যে কারণে এ পর্যন্ত যানজট সমাধানের কোন সুফলও আমরা পাইনি। তাই আর্ন্তজাতিক সাময়িকী দি ইকোনমিষ্ট এর সাম্প্রতিক প্রতিবেদনে বসবাসের অনুপযোগী শহর হিসেবে ২য় স্থান দখল করেছে আমাদের রাজধানী, এ গৌরব কার? কিন্তু আমি বলব প্রযুক্তি ও সঠিক পরিকল্পনা প্রয়োগে এখনও ঢাকাকে বসবাসযোগ্য ও যানজটমুক্ত করা সম্ভব। শুধু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলেই হবে না, আমাদেরও বাঁচতে হবে। তাই প্রথমে স্বল্পমেয়াদী ও পাশাপাশি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করতে হবে।

আমি এমনই প্রযুক্তি আবিষ্কার করেছি যা প্রয়োগ করা হলে এই জনসংখ্যাতেই যোগাযোগ ব্যবস্থা ১০ বছর পূর্বের চেয়ে ভাল হতে পারে এবং রাজধানী বসবাসযোগ্যের তালিকায় খুব ভাল একটা স্থান দখল করবে বলে আমার বিশ্বাস। একটি প্রযুক্তিই পারে হাজার কোটি মানুষের কল্যাণ। তাই মাননীয় প্রধানমন্ত্রী, মিডিয়া ভাইগণসহ আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি। আসুন সকলের প্রচেষ্টায় ঢাকাকে বিশ্বের কাছে বসবাসযোগ্য সুন্দর শহর হিসেবে উপস্থাপন করি।

প্রযুক্তিই যানজটের নতুন সমাধান।
———————————————————————————————-
মোঃ ফারুক, যানজট গবেষক ও আবিস্কারক ———- ০১৯২৭৩৭৪৭২২ ————–