শিক্ষাখাতের সফলতার বিষয়টি নিছকই গুজব। মহাজোট সরকারের ২ বছরে সবচেয়ে ব্যর্থ শিক্ষাখাত।

হাবিব
Published : 13 May 2011, 02:36 PM
Updated : 13 May 2011, 02:36 PM

মহাজোট সরকারের ২ বছরে সবচেয়ে ব্যর্থ শিক্ষাখাত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। অথচ এই শিক্ষাখাতকেই সবচেয়ে সফল বলে প্রচারণা চালানো হচ্ছে। শিক্ষাখাতের সফলতার বিষয়টি নিছকই গুজব। কেউ একবার কিছু মিডিয়াতে বললে, কোন চিন্তা-ভাবনা ও যাচাইবাছাই না করে অনেকে সেটাতেই তাল মেলাতে থাকে। আর মহাজোট সরকারের শিক্ষাখাতের সফল হওয়ার বিষয়টি সেরকমই।

সরকারের ২ বছরে সবচেয়ে ব্যর্থ শিক্ষাখাত। কারন
১. শিক্ষা প্রতিষ্ঠানে নজিরবিহীন ডিজিটাল সন্ত্রাস
২. পাবলিক পরীক্ষায় ৭২ স্টাইলে নকল উৎসব, সহজ প্রশ্ন ও খাতা মূল্যায়নের ক্ষেত্রে অধিক পাশ করানোর নির্দেশ
৩. সমাপনী পরীক্ষার নামে ফি বানিজ্য ও শিক্ষার্থীদের অকালে ঝরে যাওয়ার ব্যবস্থা
৪. নাস্তিক তৈরি, ইভটিজিং সহায়ক, মূল্যবোধ ধ্বংসকারী ও ধর্মহীন শিক্ষানীতি জাতির ওপর চাপিয়ে দেয়া
৫. দাদাদের দেশ থেকে ভুল ছাপানো, পঁচা বাধানো বই আনা
৬. শিক্ষক নিয়োগে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি করে দলীয় অযোগ্যদের নিয়োগ ………

আ,লীগের নেতারা পরীক্ষা হলে ঢুকে ভাল ছাত্রদের বাধ্য করেছেন সব উত্তর অন্যদের দেখাতে। এখন বাকশালীরাই ম্যাজিস্টেট!!!