জাতির শ্রেষ্ঠ সন্তানেরা আজ নিগৃহিত

এনামুল হক শামিম
Published : 30 Nov 2011, 05:43 PM
Updated : 30 Nov 2011, 05:43 PM

দীর্ঘ চার মাস হয়ে গেল মাধ্যমিক শিক্ষক নিয়োগ 2011 এর মুক্তিযোদ্ধা কোটায় নিয়গ্প্রাপ্ত শিক্ষকদের পদায়ন হইনি। কৃষি বাংক এর অবস্থা একই. উচ্চ মাধমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট থেকে পাওয়া নোটিস থেকে জানা গেল ভেরিফিকেশন এর পর কোটায় নিয়োগ্প্রাপ্তদের পদায়ণ দেয়া হবে। অথচ একিই নিয়োগে পরে পদায়ন পেলে নিয়োগ্প্রাপ্তদের সিনিয়রিটি থাকবে না। প্রোমোশন, অবসরকালীন সুবিধা ইত্যাদি থেকে বঞ্চিত হবে। অথচ এ ব্যাপারে কারোর কোনো মথা ব্যথা নেই। নিয়গ্প্রাপ্তদের সম্পূর্ণ ভেরিফিকেশন না করে আংশিক পদায়ণ এর বৈধতা নিয়ে ইতিমধে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এহেন বিচার অব্যাহত থাকলে কোটা সিস্টেম না রাখাই ভাল।