বাবা তোমার জন্যে

সামীর
Published : 26 May 2012, 02:45 PM
Updated : 26 May 2012, 02:45 PM

পৃথিবীর দিগন্ত রেখা যেখানে এক হয়ে মিলে যায়, তুমি রয়েছ কি সেথায়? যদি থাক সেথায় আমি ছুটে যাব তোমার কাছে।

তোমার জন্যে আমার পৃথিবী আজ এলোমেলো। তুমি এসে একবার দেখে যাও কষ্টে কেমন কাটে আমার জীবন। তুমি কখনও আমকে ছাড়া ঈদে নামাজ পড়তে যাওনি। আর আমি তোমাকে ফেলে আজ ঈদের নামাজ পড়ি। তুমি হয়ত ভুলে গেছ ছোটবেলায় জরুরী কাজের কারণে এক ঈদে তুমি আগে চলে গিয়েছিলে, তাই আমি আর ঈদের নামাজ পড়তে যায়নি। নামাজ শেষে মাঠের মধ্যে দাঁড়িয়ে ঈদের প্রথম সালাম আমি তোমাকেই করতাম, আর এখন আমি নামাজ শেষে চারপাশে তাকাই, তোমাকেই খুজে ফিরি। চারপাশে কত মানুষজন থাকে, সালাম করে, কোলাকুলি করে কিন্তু তোমাকে আর আমি খুজে পাই না। চারপাশে আনন্দের ছুটাছুটি আর আমার মাঝে বিশাল এক শূন্যতা এসে ভীড় করে। কষ্ট কি তোমায় আমি কখনো দিয়েছি, না তুমি আমায় দিয়েছ। তাহলে কিসের এত অভিমান, আমাকে ফোন কর না, আমার নাম ধরে একটিবারও ডাক না। আমাকে এভাবেই ভুলে গেলে। আমার সব আনন্দের মাঝে বিষাদ এসে গ্রাস করে। তোমার কি মনে পড়ে না, যখন আমি ঈদের ছুটিতে বাড়ি যেতাম, রাতে তুমি কলিংবেল চাপ দিলেই আমি প্রথমে দরজা খুলে দিতাম। এখনও আমি মাঝে মাঝে রাতে দরজা খুলে অপেক্ষা করি, কিন্তু তুমি আর আসনা। স্বপ্নেও তুমি আর আসতে চাও না, তাহলে কি তোমায় আমি ভুলে যাচ্ছি? না, তা কি করে সম্ভব। আমার সব ভালবাসা তোমাকে ঘিরে, বাবা তুমি হয়ত জান না আমি আর কাঁঠাল খাই না, কারণ তোমার সাথে শেষ ফল খাওয়া আমার কাঁঠাল, সেই স্মৃতি আমি মুছে ফেলতে চাই না।

বাবা তোমাকে হয়ত আর কখনো ফিরে পাব না, কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্যও হারিয়ে যেতে দিইনি। যতই বিষণ্নতায় থাকি না কেন আমি শুধু তোমাকে নিয়েই থাকি।