বিশাল সমুদ্র আজ জলদস্যুদের নিয়ন্ত্রনে

সামীর
Published : 4 June 2012, 09:02 AM
Updated : 4 June 2012, 09:02 AM

আজ বাংলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর সমুদ্র জয়ে খুবই আনন্দিত।কিন্তু এত বিশাল সমুদ্র পেয়ে আমাদের কি লাভ হবে যদি না এর যথাযথ ব্যবহার করতে না পারি।দরিদ্র জেলেরা জীবনের ঝুকি নিয়ে এই বিশাল সমুদ্রে মাছ ধরতে যায়,তাদের দেখার কি কেউ আছে?আজ উপকূলীয় এলাকার জেলেরা জীবন ভয়ে শঙ্কিত।তারা যদি মাছ ধরতে যায় তবে আগেই জলদস্যুদের টাকা দিতে হচ্ছে।আর না হলে তাদের জাল,মাছ ধরার ট্রলার নিয়ে যাবে।এমনকি খুন পর্যন্ত করে ফেলে।এই ব্যাপারে প্রশাসন একেবারে নির্বিকার।কক্সবাজার উপকূলীয় এলাকার জেলেদের আজ করুণ অবস্থা।মাছ ধরাই তাদের জীবিকার একমাত্র উপায়।তাদের জীবিকার মাধ্যম বন্ধের পথে শুধুমাত্র এই জলদস্যুদের কারনে।তারা মাছ ধরতে না পেরে বাড়িতে অলস,উপোস জীবন যাপন করছে।কক্সবাজারের সোনাদিয়া একটা বিখ্যাত দ্বীপ।এই দ্বীপে এখন জলদস্যুদের আখড়া।এই দ্বীপে বসে তারা নৌকার মাঝিদের ফোন করে বলে ১০,০০০ টাকা করে পাঠাতে,আর না হলে তাদেরকে মাছ ধরতে দেয়া হবে না।উপকূলীয় এলাকায় কোস্টগার্ড আছে, কিন্তু তারা কিছুই করতে পারছে না।এমতবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপকূলীয় এলাকাবাসীর আকুল আবেদন,আপনি সমুদ্র জয় করেছেন,এবার সমুদ্র আইনটা মজবুত করুন।যাতে গরীব দুঃখী,মেহনতী জেলেদের উপোস থাকতে না হয়।
সমুদ্র জয়ের আনন্দ কেন গুটিকয়েক জলদস্যুদের কারনে ভুলন্ঠিত হয়ে যাবে।প্রশাসন কি পারে না গরীব উপকূলীয় এলাকার জেলেদের পাশে দাড়াতে।