সাবাস নাজমুল হুদা আপনি পেরেছেন

সামীর
Published : 7 June 2012, 03:39 AM
Updated : 7 June 2012, 03:39 AM

আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতি থেকে যে ধারা উঠে যাচ্ছে তা আরেকবার আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন।পদত্যাগ করতেও সৎ সাহস লাগে,সে সাহস আপনার আছে।যদি কোন কিছু করতে না পারা যায় তবে সে পদ আকড়ে থাকার কোন মানে হয় না।নাজমুল হুদা আপনি যা দেখিয়েছেন তা আমাদের দেশের রাজনীতিবিদদের অনুসরন করা উচিত।রাজনীতিতে থেকে যদি দেশের জন্যে কোন কিছু করা না যায় তাহলে কেন শুধু শুধু নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকা। আপনি দেশের মঙ্গলের জন্যে আপনার নেত্রীকে সরকারের সাথে আলোচনার আলটিমেটাম দিয়ে যে সাহস দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবীদার।আপনার দলে অনেক মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ আছে,তারা কিভাবে ঐ দলে থাকে,আমি কিছুতে বুঝতে পারি না। মুক্তিযোদ্ধারা কি তাহলে যুদ্ধ করেছেন যুদ্ধপরাধী রাজাকারদের সাথে এক কাতারে দাঁড়িয়ে রাজনীতি করার জন্যে,যুদ্ধপরাধীদের বাঁচানোর আন্দোলনে সামিল হওয়ার জন্যে।আমি জানি মুক্তিযোদ্ধা রাজনীতিবিদরা কখনো যুদ্ধপরাধীদের সাথে একসাথে রাজনীতি করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না। তাহলে কেন নিজের আদর্শকে বিসর্জন দিয়ে ক্ষমতার লোভে পদ আকড়ে থাকা।যদি কোন কিছু করতে না পারা যায়,আদর্শের সাথে যদি না মেলে তবে কেন যুদ্ধাপরাধীদের সাথে এক কাতারে থাকা।আসুন আপনারা নাজমুল হুদাকে অনুসরন করুন, নিজের আদর্শকে বিসর্জন দিবেন না।