ছাত্র রাজনীতি কি সন্ত্রাস এর সমার্থক শব্দ হয়ে গেল!

এইচ. এম. মেহেদী হাসান.
Published : 8 April 2012, 10:14 AM
Updated : 8 April 2012, 10:14 AM

ছাত্র রাজনীতির নাম শুনলেই এখন আঁতকে উঠি। ইচ্ছা ছিল ছাত্র রাজনীতি করব। কিন্তু ছাত্র করাজনিত এখন যে অবস্থা তাতে মুখ ফিরিয়ে নেয়া ছাড়া কিইবা করব? ছাত্র রাজনীতির অতীত আমাদের বেশ উজ্জ্বল ছিল। ভাষা আন্দোলন থেকে শুর করে আমাদের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন সহ জাতির ক্লান্তি কালীন সময় এই ছাত্র রাজনীতি বিশেষ অবদান রেখেছে। কিন্তু এখন কেন এই দশা? আগে যারা ছাত্র রাজনীতি করতেন তাঁরা ছাত্র রাজনীতি বলতে ছাত্র কল্যানের জন্য যে রাজনীতি তাই বুঝতেন ও বিশ্বাস করতেন। কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি ছাত্রদের কল্লানের নিমিত্তে করা হয় না, তাই এত সব সমস্যা। এখনতো ছাত্র রাজনীতি যারা করে তারা তো ছাত্রদের কল্লানে রাজনীতি করেনা, করে ক্যাম্পাসে সন্ত্রাশ করতে, বড় কয়েকটি দলের দালালি করতে যাতে কর যায় হল দখল, না পড়াশুনা করেই চাকরি পেতে, সমাজে আধিপত্য বিস্তার করতে। কেও মুজিব, কেও জিয়া, কেও নিজামি, কেও সুবিধাবাদী দল অর্থাৎ বাম রাজনীতির কোন নেতার নাম জপেই দিন শেষ করে, পড়াশুনার সময়ই তারা পায়না, এই হল ছাত্র রাজনীতি। কি আশ্চর্য! তাই না? আমি একবার কোন এক ছাত্র সংগঠনের অফিসে গিয়ে বেশ আশ্চর্য হয়েছি। আমি তাদের কাছে তাদের জাতীয় দলের একটি নির্বাচনী ইস্তেহার চেয়েছিলাম, কিন্তু তাদের কাছে কোন ইস্তেহার ই ছিলনা, আরও আশ্চর্য হয়েছিলাম জেনে যে, ঐ ছাত্র সংগঠনের সভাপতি ছাত্র না, ব্যবসায়ী। চিন্তা করেন ছাত্র রাজনীতি করেন একজন ব্যবসায়ী? তাহলে ছাত্রদের কেমন কল্যাণ হবে ভাবেন একবার। এই হল আমাদের ছাত্র রাজনীতি।

কোন বাবা মা-ই তার মেধাবী ছেলে বা মেয়েকে রাজনীতি করতে দিতে চাইনা, কারন তারা তাদের সন্তানকে সন্ত্রাসী হিসেবে দেখতে চাইনা। ভাল করে খেয়াল করবেন এখন যারা ছাত্র রাজনীতি করে তারা কিন্তু পড়াশুনায় গুরুত্ব একেবারেই দেয় না বলেই চলে। তারা এতটাই নিচে নেমে গেছে যে, ছাদ থেকে ফেলে দিয়ে কাউকে মারতে, কিংবা রগ কেটে ছাত্রদের লাশ ডাস্টবিনে ফেলে দিতে, শিক্ষকদের লাঞ্ছিত করতে, পিটিয়ে মানুষ মারতে কোন তাদের কোন সমস্যাই হয়না। এটা কি কোন ছাত্র করতে পারে? না এর পিছনে অবশ্যই বড় দল গুলোর ইন্ধন রয়েছে। বিশেষ করে বর্তমান সরকারের ছাত্র সংগঠন গত প্রায় তিন বছর ধরে ব্যাপক ধ্বংসাত্মক কাজে লিপ্ত আছে। এদের তাণ্ডবে সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো চরমভাবে সন্ত্রাসের শিকার হয়। তাই রাজনীতি করতে কেও আর সাহস করে না। যে যায় লঙ্কা সে হয় রাবন- ছাত্র রাজনীতির ক্ষেত্রেও তাই হয়েছে এখন, যেই ছাত্র রাজনীতি করে সে ভবিষ্যতে পরিনত হয় একজন সন্ত্রাসে। ছাত্র রাজনীতির এই করুন অবস্থা কখন কাম্য হতে পারেনা। মুজিব ছাত্র রাজনীতি করে হয়েছেন জাতির পিতা, হয়েছেন বঙ্গবন্ধু; কিন্তু এখনকার ছাত্ররা রাজনীতি করে হয় সন্ত্রাসী। আমি তাই রাজনীতি করতে আগ্রহ হারিয়ে ফেলেছি।