স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

হুমায়ৃন কবীর
Published : 4 March 2013, 06:17 PM
Updated : 4 March 2013, 06:17 PM

আমি আগেই বলছি দয়া করে কোন রাজনৈতিক আলাপন বা কোন উস্কানিমূলক কোথা ভেবে নিবেন না। আমি পেশায় একজন কম্পিটার অপারেটর, পাবলিক সার্ভিস করি। তাই আমার কাছে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজে আসে। তাই প্রতিদিনের ন্যায় গত ০১/০৩/২০১৩ ইং তারিখে এক মুক্তিযোদ্ধা(নাম প্রকাশে অনিচ্ছুক) আমার কাছে এসে তার অনলাইন ডাটাবেজ ফরম দেখার জন্য,তার কাজ সম্পূর্ন করে হুট করেই তাকে আমি দেশের বর্তমান প্রেেিতর উপর একটি প্রশ্ন করে ফেলি – বললাম মামা আপনারা আপনাদের মুক্তি যোদ্ধা প্রফাইল নিয়ে ব্যাস্ত শুনলাম ৭১ এ নাকি একদিনে এতগুলো মানুষ মারা যাইনি,যাকে বি,এন,পি এর চেয়ার পারসন বেগম খালেদাজিয়া বলেছে গণহত্যা,পাখির মতো গুলি করে মানুষ হত্যা। আপনাদের স্বাধীন দেশ কিভাবে গৌরব করে বলবেন আমরা দেশ স্বাধীন করেছি? প্রতি উত্তরে তিনি বললেন মামা আজ আমরা দিশেহারা, কারণ দেশের বর্তমান পরিস্থিতি-ভাবছি কি হবে সাধারন মানুষের? শেষে আবেগপ্লুত হয়ে দু-চোখের জল ছেড়ে দিয়ে বলল আমরা দেশ স্বাধীন করেছি বটে কিন্তুু আজ দেখছি স্বাধীনতা অর্জনের চেয়ে দেশের স্বাধীনতা রা করা কঠিন হয়ে গেছে। অবশেষে বললো সকল রাজনৈতিক দলগুলো একত্রিত আলোচনা ও সুষ্ঠ শান্তিপূর্ন বাংলাদেশ চাই এক মুক্তি যোদ্ধার কথা।