অন্ধকারে ডুবে গিয়ে আশার আলো খুঁজছি

ইমরান হাসান
Published : 15 Nov 2012, 08:04 AM
Updated : 15 Nov 2012, 08:04 AM

ধুলা মাখা নগরী এক ঘেয়ে হয়ে চলছে । মেকি হয়ে যাচ্ছে সম্পর্কের সব বাঁধন । অবিশ্বাস ,স্বার্থ , লোভ চারদিক দিয়ে ঘিরে ধরছে সবাইকে । ধোঁকাবাজ দের ফাঁদ এই ধূসর নগরী । নগরীতে ক্রমেই সবুজ হারিয়ে যাচ্ছে । প্রযুক্তির বিকাশে যন্ত্রের সাথে বসবাস । একটু সুখে থাকার আশায় সুখ বিকিয়ে দেয়া। সম্পর্কের ভাঙ্গা গড়া নিত্য দিন । নারীরা ব্যস্ত শরীর কতটা আকর্ষণীয় করা যায় । মনের প্রেম এখানে শরীরের । সস্তায় গড়া সম্পর্ক ভাঙ্গে সহজেই। বইয়ের বোঝা মাথায় দিয়ে খাঁচার মধ্যে গলা টিপে মরছে শিশুর শৈশব । বিকেলের সোনা রোদ রাতের রূপালী জ্যোৎস্না দেখা হয় না অনেক দিন । টিনের চালে বৃষ্টির ছন্দ আমি হারিয়ে ফেলেছি । প্রতারণায় নিঃস্ব যুবক । যানজটে ফেঁসে ঘামে ভেজা শরীর। মেজাজ চরমে উঠছে । কাঁদা ছোড়াছুঁড়ির রাজনীতি। দুর্নীতির মেলা। মেধা ড্রেনের পানিতে ভেসে যাচ্ছে । চাকুরীর জন্য দারে দারে ফেরা । বাংলা ভাষায় ঢুকেছে কাল হাত । বিদেশী সংস্কৃতির জোয়ারে বাংলার সংস্কৃতিতে পড়েছে ভাঁটা। হতাশায় ভুগছে নতুন প্রজন্ম । কমে যাচ্ছে দেশ প্রেম ।বেহায়া আর অভদ্র হচ্ছি পদে পদে । মিডিয়ায় যৌনতার ছড়াছড়ি । নারী বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার। গোপন ক্যামেরায় নগ্নতা ধারণ । প্রেমের নামে প্রতারণা । সম্মান হানি , আত্মহত্যা , পরিবারের সারা জীবন অশান্তি । অনেক বেশি আধুনিক হতে গিয়ে ফাঁদের অতলে । বাড়ি ভাড়া চরমে । ক্রমেই কঠিন হচ্ছে আয় ব্যয় মেটানোর হিসেব । এম এল এম ব্যবসায় খোয়া গেছে লক্ষ যুবকের মেধা । ধর্মের নামে চলছে ব্যবসা । ঘোর অন্ধকারে পরেছি আমরা । হয়তো কেও কেও আলো জ্বালাচ্ছেন । হতাশা আছে , আছে আলোর পথও । চাইলেই জ্বলতে পারে আলো , হতে পারে সঠিক পথ ।