সুভাষ দত্ত আর নেই

ইমরান হাসান
Published : 16 Nov 2012, 07:37 AM
Updated : 16 Nov 2012, 07:37 AM

বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল । সুভাষ দত্ত আর নেই । ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারির জন্ম নেয়া বাংলাদেশের চলচিত্রের এই অমূল্য সম্পদ আমাদের ছেড়ে চলে গেলেন । তার এই চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ জানাচ্ছি । সিনেমার পোস্টার আঁকা দিয়ে শুরু করলেও তার প্রতিভার দীপ্তি ছিল বহুমুখী। চিত্রাঙ্কন , পরিচালনা , অভিনেতা , শিক্ষকতা সহ নানান বিষয়ে তার প্রতিভা অনন্য । ২৩ শে এপ্রিল ১৯৬৪ সাল মুক্তি পেল সুভাষ দত্তের ' সুতরাং' সিনেমা । এই চলচিত্র টি ফ্রাংকফু্ট এশিয় চলচিত্র উৎসবে দ্বিতীয় হয়েছিলো । সত্যজিৎ রায়ের সিনেমা দেখে তিনি সিনেমা বানাতে আগ্রহী হন । তার নির্মিত ছবি গুলোর মধ্যে অন্যতম আবির্ভাব, নৌকা, পালাবদল, আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, বিনিময়, আকাঙ্ক্ষা, বসুন্ধরা, ডুমুরের ফুল, সকাল সন্ধ্যা , ফুলশয্যা , কাগজের নৌকা।