ইতিহাস সেরা ব্যাটিং বাংলাদেশের

ইমরান হাসান
Published : 17 Nov 2012, 04:55 AM
Updated : 17 Nov 2012, 04:55 AM

বাংলাদেশের মাথায় ৫২৭ রানের বিশাল টার্গেট । সবাই ভাবছে ফলো অন পেরোতে পারবে তো ? তিন বা চার দিনে খেলা শেষ হয়ার যন্ত্রণায় অনেক ভুগেছে বাংলাদেশ । এবারের খেলায় ওয়েস্ট ইন্ডিজ এর ৫২৭ রানের টার্গেট টপকে ২৯ রানের লিড ও নিয়েছে । নাইম ইসলাম ১০৮ ,নাসির ৯৬ ,সাকিব ৮৯ , তামিম ৭২ , মাহমুদুল্লাহ ৬২ , , মুশফিক ৪৩ ,শাহরিয়ার নাফিস ৩১ এদের নিপুণে টেস্টে বাংলাদেশের সর্বচ্চ ৫৫৬ রান । ছক্কা নাইম ১৪ তম বাংলাদেশি হিসেবে টেস্ট সেঞ্চুরি করেছেন ছয় না মেরেই । নাইমের ৪ নম্বরের সেঞ্চুরি টি বাংলাদেশের ২য় এর আগে আমিনুল ইসলাম ১২ বছর আগে বাংলাদেশের অভিষেক ম্যাচে করেছিলেন । সেঞ্চুরি হতে পারত তামিম , সাকিব , নাসিরের কিন্তু, ধৈর্য ধরে রাখতে পারেনি তারা । ২য় ইনিংসে বলিংও ভাল করেছে বাংলাদেশ অভিষেক খেলোয়াড় সোহাগ গাজী যিনি প্রথম ইনিংসে ৩ উইকেট পেয়েছেন ২য় ইনিংসে ২ টি , সাকিব ২ ও রুবেল ২ টি উইকেট পেয়েছে । সাকিব আর ২ উইকেট পেলে ২য় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ১০০ উইকেট পাওয়ার গৌরব অর্জন করবেন ওয়েস্ট ।প্রথম ১০০ উইকেট এর মালিক মোঃ রফিক সেটি বাংলাদেশের সর্বচ্চ টেস্ট উইকেট শিকার । সোহাগ গাজী যিনি অভিষেক টেস্ট ম্যাচে স্পিনার হিসেবে ১০৩ বছর প্রথমে বল করে রেকর্ড গড়েছেন । ইন্ডিজ ২৪৪ রান ৬ উইকেট । বাংলাদেশের এখন হারার কোন সম্ভবনা নেই বললেই চলে । দ্রুত উইকেট ফেলতে পারলে সদ্য টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ কে হারাতে পারে বাংলাদেশ । এবারের টেস্ট ভাল না খেলার অভিযোগ লাঘব হবে । ৫ম দিনের জন্য শুভ কামনা রইল ।