প্রযুক্তি ভাবনা

ইমরান হাসান
Published : 17 Nov 2012, 06:23 PM
Updated : 17 Nov 2012, 06:23 PM

সবাই কেমন যেন ইন্টারনেট জালে জড়িয়ে পরছে । ইন্টারনেট পৃথিবীর সমস্ত জানার দরজা খোলা । জানাতেও পারে যে কেও । কোন বাধা ধরা নিয়ম নেই । কোন কিছু জানতে ও জানাতে ইন্টারনেট এর চাইতে সহজ উপায় আর নাই । পুরনো বন্ধু ফিরে পাচ্ছি ফেসবুকে। আবার কাছের বন্ধু দূরে সরে খুঁজে ফেরে ফেসবুকে ।

কারন অকারণ ছাড়াই আনন্দ ঘন মুহূর্ত, ও অর্থহীন স্টাটাস দিচ্ছে সবাই কিন্তু , দুঃখের মুহূর্তে স্টাটাস দেয় খুব কম । কারন মানুষ দেখাতে চায় সে সুখী। অপরের সুখ দেখে নিজেকে বড় অসহায় লাগে । মনে হয় অন্যরা বোধ হয় অনেক বেশি সুখী। কাউকে অপমান বা মানহানি করার জন্য মরিয়া সবাই । আমার বন্ধুদের কাছে ইন্টারনেট মানে ফেসবুক । ক্রমেই প্রতারণার ফাঁদে পড়ছে তরুণীরা । বিশেষ করে নগ্ন ছবি ধারণ করে ফেসবুক সহ নানা ওয়েবসাইটে আপলোড করছে । দিন দিন এ ঘটনা বেড়েই চলেছে । অসহায় অনেক তরুণী অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যা করছে। সমাজ , পরিবারে অস্থিরতা বাড়ছে । ব্লগ আমাদের মত প্রকাশে স্বাধীনতা দেয় । এখনেও অশ্লীল বাক্যের কাঁদা ছোঁড়াছুঁড়ি নিত্য দিনের । প্রমান সুত্র ছাড়া আমরা নানা জনের মান হানি করছি । মানবিক ভাবে ও আইনানুগ ভাবে কারো অধিকার নেই কারো মান হানি করার । অশ্লীল শব্দ সব জায়গায় অশ্লীল । আমরা বেশির ভাগ মানুষ স্বাধীনতার অপব্যবহার করছি । অধিকাংশ জন ইন্টারনেট ব্যবহারে সচেতন হচ্ছি না । ফলে আমাদের সমাজে নানা অস্থিরতা তৈরি হচ্ছে । সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো ক্রমান্বয়ে অসামাজিক হচ্ছে । এ সমস্যা শুরুতে ছিল এখন ও আছে । অপরাধ এমন বিষয় যা কোন সময় পুরোপুরি নির্মল করা সম্ভব নয় তাবে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি । আশা করি সঠিক ইন্টারনেট ব্যবহারে আমরাই নিজেদের ও দেশের উন্নয়ন করতে পারবো ।