আলো-অন্ধকার

ইমরান হাসান
Published : 18 Feb 2012, 06:29 PM
Updated : 18 Feb 2012, 06:29 PM

পৃথিবীর এ পিঠ অন্ধকার ও পিঠ আলো । আসলে আলো আর অন্ধকারে ভাল মন্দ আছে কি? আমরা বলি আলো তুমি আমাদের আলোকিত কর , তুমি কত ভাল।! অন্ধকার অভিমানে মুখ লুকায়। তার আলোর প্রতি ঘেন্না ধরে গেছে। অস্তিত্বে সব প্রশংসা আলোর, তাহলে কি অন্ধকারে কোন স্থান নেই?অন্ধকার নিকৃষ্ট, সে সবার অগ্রগতির পথ রোধ করে বসে আছে, আর আলোর ছোঁয়ায় জীবন আলোকিত হচ্ছে। অন্ধকারের কি কোন দোষ আছে?সমস্ত ঘৃণা তার জন্য কেন ? অন্ধকারের কি কোন সৌন্দর্য নেই ? সে কী শুধুই কালো কুৎসিত?অবশ্য চরম সত্য হল অন্ধকার ছাড়া আলো অস্তিত্বহীন। যেই আলোর অস্তিত্বে অন্ধকার আর অন্ধকারের অস্তিত্বে আলো , তাহলে প্রশংসা পাবার যোগ্য কে? আলোতে থেকে সত্যিই কী আমরা আলোকিত হতে পারছি নাকি অন্ধকার এসে আলোকে গ্রাস করে নিচ্ছে? অন্ধকার শব্দটির প্রথম অংশ অন্ধ অর্থাৎ অন্ধ হচ্ছে যার চোখের জ্যোতি নেই। অন্ধ হলে কি আলো তকে ছুঁতে পারে না?কত অন্ধ নিজেই আলো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। আলো আশীর্বাদ , অন্ধকার সর্বনাশ সত্যি কি তাই? আমার কাছে আলো-অন্ধকার মুদ্রার এ পিঠ ও পিঠ। আপনার কাছে আলো – অন্ধকার কি?