আশা ভঙ্গের সম্ভাবনা

ইমরান মল্লিক
Published : 12 Sept 2011, 08:04 PM
Updated : 12 Sept 2011, 08:04 PM

সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী ডঃমনমোহন সিং। এই সফর হতে বাংলাদেশের সাধারণ জনগণ তেমন কোনো আশার সন্দেশ পায়নি। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশের জনগণ অনেক আশা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে ছিল। শেষ মেষ আশার তিস্তা চুক্তিতে মিলল না জল। অন্যদিকে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর কাজ পিছেয়ে যাবার সম্ভাবনা উঁকি মারছে অনেকটা স্পষ্ট ভাবেই। আবার শোনা যাচ্ছে পাতাল রেলের কাজও দ্রুত সময় শেষ করা সম্ভব হবে না। সব মিলে এক চরম অনিশ্চয়তার মধ্যে দেশবাসী জীবনযাপন করছে।