ভূমিকম্পে কাঁপল সারা দেশ

ইমরান মল্লিক
Published : 18 Sept 2011, 03:47 PM
Updated : 18 Sept 2011, 03:47 PM

সময় আনুমানিক সন্ধ্যা ৬.৪০ মিনিট। আমি অনুভব করলাম আমার পিসির ডেস্ক নড়তে শুরু করল এবং আমার হাত পা মাথা দুলতে শুরু করল। কিছু বুঝতে পাড়লাম না। পাশে দেখলাম সুকেসের কাচ নরছে তারপর মনে পরল এটা তো ভুমিকম্প! আমার জীবনে এত তীব্র ভূমিকম্প আমি দেখিনি। শুরুতে ভয় পেলেও তারপরে নিজেকে সামলে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেড়িয়ে পরি। কাছের জনকে ফোন করলেও নেটওয়ার্ক পাচ্ছিলনা। পরে টিভি খুলে দেখতে পেলাম———

ভূ-কম্পন শুরু হওয়ার সাথে সাথে দেশবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে, বহুতল ভবনগুলোতে কান্নাকাটি শুরু হয়ে যায়। রাজধানী ঢাকায় শত শত লোক রাস্তায় নেমে আসে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, উৎপত্তিস্থলে ৬.৮ মাত্রা হলেও বাংলাদেশে মাত্রাটি কিছুটা কম হতে পারে। ভূমিকম্পের উৎপত্তি ভারতের সিকিম রাজ্যে।