‘শহীদ মিনার’ শব্দটি কি ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক?

ইনোসেন্স
Published : 20 Oct 2014, 09:20 AM
Updated : 20 Oct 2014, 09:20 AM

প্রাচীন আরবী ভাষায় শহীদ শব্দের অর্থ সাক্ষী। পবিত্র কোরআনে শহীদ শব্দটি অনেকবার এসেছে এবং সাক্ষী হিসাবেই ব্যবহৃত হয়েছে। আবার কোরআন এবং হাদীস অনুযায়ী শহীদ শব্দটি সত্য ও ন্যায়ের জন্য, ধর্মের জন্য জিহাদের মাধ্যমে জীবন উৎসর্গকারী হিসেবে উপস্থাপিত হয়েছে। কাজেই শহীদ শব্দটিকে জীবন উৎসর্গকারীর জন্য ব্যবহার করা একটি কোরানিক আচরন এবং ইসলাম ধর্মীয় রীতি। শহীদ শব্দটি কোনভাবেই ধর্ম নিরেপক্ষ এবং অসাম্প্রদায়িক শব্দ নয়। মিনার শব্দটিও ইসলাম ধর্মে পরিচিত। মসজিদের মিনার থেকে আযান দেওয়া হয়। প্রচলিত অর্থে শহীদ মিনার শব্দটি একটি ধর্মের পক্ষাবলম্বন বুঝায়। আমাদের মহান মুক্তিযোদ্ধে সকল ধর্মের মানুষ দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের সবাইকে শহীদ আখ্যা দেওয়া হয়। আমার প্রশ্ন হলো- মহান মুক্তিযোদ্ধে ইসলাম ব্যতিত অন্যান্য ধর্মাবলম্বী জীবন উৎসর্গকারীদের ইসলামী পরিভাষা 'শহীদ' আখ্যা দেওয়া কি তাদের প্রতি অসম্মান নয়? দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন উৎসর্গ করে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শহীদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য শহীদ শব্দের সমার্থক উপাধীতে ভূষিত করাই সমিচিন। ইসলাম ব্যতিত অন্যান্য ধর্মে দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন উৎসর্গকারী ব্যক্তিদের কিভাবে আখ্যায়িত করা যায় সকল ধর্মীয় দৃষ্টিকোন থেকে মতামত আশা করছি।