সরকারী চাকুরীতে প্রতিবন্ধীদের জন্য শিক্ষাগত যোগ্যতার শিথিলীকরণ প্রয়োজন

ডা এম এম বি জুয়েল
Published : 11 April 2011, 12:49 PM
Updated : 11 April 2011, 12:49 PM

একজন সুস্থ স্বাভাবিক মানুষের তুলনায়, একজন প্রতিবন্ধী শিক্ষাক্ষেত্রে বেশি বাধাগ্রস্থ হয়। সে জন্যে তারা কোন কোন শ্রেণীতে ২ বছর থাকেত হয়। অনেক সময় তাদের পড়া-লেখা একেবারেই বন্ধ হয়ে যায়। কেউবা ৮ম শ্রেণী, কেউবা এস, এস, সি কিংবা এইচ, এস, সি পাশ করার পর আর পড়া-লেখা করা সম্ভব হয় না। কিন্তু চাকুরী ক্ষেত্রে দেখা যায়, চাকুরীর সার্কুলারে কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচ, এস, সি। কিন্তু একজন প্রতিবন্ধীর এইচ, এস, সি সনদ না থাকলেও ঐ পদে চাকুরী করার শারীরিক যোগ্যতা এবং মানসিক দক্ষতা আছে। তাহার ক্ষেত্রে যদি এস, এস, সি সনদ প্রযোজ্য করা হয়, তবে তাকে আর ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করতে হবে না। আমার মনে হয়, এতে করে বিশ্ব বাজারে দেশ ও জাতীর কলঙ্ক কিছুটা হলেও কমতে পারে এবং ঐ চাকুরীজীবি প্রতিবন্ধীর পরিবারে নতুন কোন অশিক্ষিত প্রতিবন্ধী বা ভিক্ষুকের জন্ম হবে না। বর্তমান সরকারের নিকট দেশের সকল প্রতিবন্ধীদের পক্ষে বিষয়টি বিবেচনার দৃষ্টিতে দেখার জন্য আমার আকুল আবেদন রইল।