দৈনিক কালের কণ্ঠের কাণ্ডজ্ঞান!!!

জিসান শাহরিয়ার
Published : 10 June 2012, 06:04 PM
Updated : 10 June 2012, 06:04 PM

পৃথিবীর এমন কোন রিফিউজি ক্যাম্প আছে যেখানে মাদক অস্ত্র ও অন্যান্য সাধারন অপরাধ সঙ্ঘটিত হয় না? যদি তা মুক্ত নাই হয় তার কারনে কি সেই ক্যাম্প বন্ধ করে দেয়া হয়? যেখানে মিয়ানমারে রাখাইন ও রোহিঙ্গাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সেখানে এই অস্থির সময়টাতে দৈনিক কালের কণ্ঠের কি এমন প্রয়োজন ছিল বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও তাদের রিফিউজি ক্যাম্প সম্পর্কে নেতিবাচক সংবাদ পরিবেশন করা! এই কি বস্তুনিষ্ঠ সংবাদের নমুনা!! তাহলে মানবিকতা বলতে যা বুঝায় তা গেল কোথায়? সংবাদ পরিবেশনও একটি আর্ট, একটি বিচক্ষণতা। আর রোহিঙ্গা ক্যাম্প ঘিরে এই সংবাদটি মোটেও নতুন নয় বরং বেশ পুরনো তাই এই সময়ে এরকম নিউজ পরিবেশন করা দৈনিক কালের কণ্ঠের দায়িত্ব কাণ্ডজ্ঞানহীনতাই বটে।