আঙ্কেল! ক্ষমা করবেন একটু দোষারোপ করবো!

জিসান শাহরিয়ার
Published : 25 July 2011, 05:27 AM
Updated : 25 July 2011, 05:27 AM

বাংলাদেশ আমাদের দেশ! সোনার বাংলা আজ দুর্নীতিতে মহা গুরু! আমরা ঘর থেকে বের হই হাতে জীবন রেখে। কারন আমাদের জন্যে অপেক্ষা করছে পাগলা ড্রাইভার ও ছিনতাইকারী ভাইয়েরা। আমাদের জীবন প্রদীপ অনায়াসে নিভে যেতে পারে কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসের লালন পালনকারী তাদের জীবন নিরাপদ ও দীর্ঘায়ু। একটু বাজে ভাবে বলছি আশা করি ক্ষমা করবেন! আজ আমরা তরুণ যুবকেরা যেই দুঃসহ অবস্থায় আছি তার জন্যে আমাদের মুরুব্বিগণ দায়ী কারন তারা একের পর এক দুর্নীতিবাজ ও সন্ত্রাসী এমপি ও দলকে ক্ষমতায় এনেছে। আমরা এখন ওদের বিমুখ করবো ( এই জন্য আমরা প্রচন্ড কষ্ট পেতে পারি কিছু কষ্ট মুরুব্বিদের জন্য পেয়েছি, পাচ্ছি আর কিছু কষ্ট না হয় আগামি প্রজন্মের জন্যেই পেলাম) ও পরবর্তী প্রজন্মের জন্য এই দেশকে সোনার বাংলা হিসবে রেখে যেতে চাইবো। জানি আমার এ কথায় মুরুব্বিদের ৭১ মনে পড়ে যাবে কিন্তু আনত নয়নে একটা প্রশ্ন করতে চাইঃ যে নারী আমাকে জন্ম দিলো তারপর ছুঁড়ে দিলো রাস্তার পাসে ডাস্টবিনে সেই নারী কী মা না ডাইনি? আপনারা আমাদের স্বাধীন দেশ দিয়েছেন শত্রুমুক্ত করেছেন কি? শত্রু'র অনেক অর্থ। কয়েকটি বলছিঃ দুর্নীতি, সন্ত্রাস, অপমৃত্যু (মিরসরাই আমিন বাজার), অনিরাপদ জীবন, বেকারত্ব এবং ৭১ এর স্বারক রাজাকার। আবার ক্ষমা চাইছি আমাদের মাথার তাজ মুরুব্বি যারা সম্পর্কে আমাদের চাচা মামা এবং এই দেশের লাখো কোটি মামা চাচা ও বাবাদের কাছে।