দত্তক নিন!

জিসান শাহরিয়ার
Published : 8 August 2011, 05:39 PM
Updated : 8 August 2011, 05:39 PM

২৪ হাজার কোটিপতি ৩য় বিশ্বের দরিদ্রতর দেশ এই বাংলাদেশে অথচ আমাদের ঢাকায় কত হাজার পথ শিশু আছে তা আমরা কয়জন জানি? আচ্ছা এই ২৪ হাজার কোটিপতি যদি ১ জন করেও শিশু দত্তক নেয়া কেমন হয়? দত্তক ঐ সব বাবা-মাই নিবে যাদের এক দুটো নিজ সন্তান লালন পালনের অভিজ্ঞতা আছে। (এখানে আমি নিঃসন্তান দম্পতিদের কথা বলবো না কারন আমি কোটিপতিদের দেশসেবার কথা বলছি) এবং এই দত্তক দেয়ানেয়ার মূল উদ্দেশ্য হলও "দেশকে সময় পরিক্রমায় একটি শিক্ষিত জাতি উপহার দেয়া"।

দত্তক সন্তান সম্পত্তিতে ওয়ারিশ হওয়া বাদে আপন সন্তানের সব সুযোগ পাবে ও দত্তক বাবা মার তা দেয়ার ক্ষমতা থাকতে হবে নিলে তারা দত্তক নিতে পারবেনা। দত্তক সন্তানের জন্নে ১ উন্নত শিক্ষা ২ দত্তক মা বাবার সাথে রাখতে হবে ৩ বৈষম্যহীন পোশাক ৪ সুস্থতা চিকিৎসা ৫ সুষম খাবার নিশ্চিত করতে হবে।