আমি আহমেদ মুসা, আমাকে কি চিনতে পারছেন?

জিসান শাহরিয়ার
Published : 25 May 2012, 06:38 AM
Updated : 25 May 2012, 06:38 AM

মরু ঝড় সাইমুম। আর এই সাইমুমকে বাংলার মাটিতে নিয়ে এসেছিলেন জনাব আবুল আসাদ। যাদের আবুল আলা মউদুদির সাহাবি সর্ব জনাব গোলাম আজম সাহেব কে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি তারা অমর কথাশিল্পী জনাব আসাদের সাইমুম সিরিজের মহানায়ক আহমেদ মুসার মাঝে খুজে নিতে পারেন। হয়তো সেই দিন আর দূরে নয় যেদিন হলিউডে ওয়ারনার ব্রুস ডিজনি পিক্সার লিউনারদো ডা কেপ্রিও ও ক্যট উইন্সলেতকে নিয়ে গোলাম আজম ওরফে আহমেদ মুসাকে উপর থ্রিডি মুভি বানাবে। বানাবে শব্দটা ভবিষ্যৎমুখী এতে অনেক তরুণ তাগড়া মুজাহিদের ধৈর্যচ্যুতি হতে পারে তাই এখন আমি চলতি সময়ের আধুনিক শিবির মুজাহিদদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এরা হলেন ফেসবুক মুজাহিদ তারা নিজেদের পরিচয় গোপন করে ফেসবুকে স্কুল, কলেজ ও ভার্সিটির মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তুলছে এক পর্যায়ে শুরু হয় ইসলামি বিশ্বের সুখ দুখের কথা মেয়েটাকে বুঝায় তুমি আধুনিক(!) মেয়ে তোমাকে রাজনৈতিক ভাবেও সচেতন থাকতে হবে আর আধুনিক মেয়েটি সচেতন হতে হতে এক সময় জামাত শিবিরের কুসুম কাননে অচেতন হয়ে পরে। আমরা জামাত শিবিরের "টার্গেট" শব্দটির সাথে পরিচিত এখন শিবির কর্মীরা রাম দা ছুরি দিয়ে রগ কাঁটা বাদ দিয়ে ফেসবুকে কি বোর্ড হাতে টার্গেট বানানোর নিরব জিহাদে ঝাঁপিয়ে পরেছে। আসুন আমরাও সচেতন হই না হলে কবে জেনো শিবিরের মুজাহিদদের ক্লোরেফর্মে আমাদেরই ছোট বোনটিই না শহিদ হয়ে জামাতের মাঝে সমাধিত হয়ে পরে।