জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা

নীলকণ্ঠ জয়
Published : 3 Nov 2012, 06:16 PM
Updated : 3 Nov 2012, 06:16 PM

আগামীকাল(রোববার) থেকে শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।দেশের মোট ২৭ হাজার ৬৪২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯ লাখ ৮ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। কেন্দ্র থাকবে দুই হাজার ২৫০টি ।পরীক্ষার্থীদের ১০ লাখ ১১ হাজার ৫০৩ জন ছাত্রী এবং ৮ লাখ ৯৬ হাজার ৮৬২ জন ছাত্র। ছাত্রদের চেয়ে এক লাখ ১৪ হাজার ৬৪১ জন বেশি ছাত্রী পরীক্ষা দেবে এবার। তবে দুঃখের কথা এই যে অষ্টম শ্রেণি পার হওয়ার আগেই গত তিন বছরে ঝরে পড়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী।(তথ্যসূত্রঃ শিক্ষা-মন্ত্রনালয়)

এবার যারা বা যাদের সন্তানেরা বা যাদের ভাইবোন এবং স্বজন জেএসসি-জেডিসি পরীক্ষা দিচ্ছে তাদের সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা। সকলের হাসিমুখে উজ্জ্বল হয়ে উঠুক বাংলাদেশ।