সুসংবাদঃ র‌্যাংকিং এ এখন নিউজল্যান্ডের আগে বাংলাদেশ!

নীলকণ্ঠ জয়
Published : 30 Nov 2012, 06:36 PM
Updated : 30 Nov 2012, 06:36 PM

নভেম্বরের শেষ দিনে শক্তিশালী ওয়েষ্টইন্ডিজকে হারিয়ে সারাদেশকে বিজয়ের আনন্দে ভাসিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল।আনামুল-সোহাগ গাজী-মনিমুলদের অভিষেক তাই হয়ে রইল স্মরনীয়।সাথে সাথে আরো বড় সুসংবাদ র‌্যাংকিং-এও এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ৮ নম্বর এ।যার ফলে একদিনের ক্রিকেটে প্রথমবারের মত বাংলাদেশ এখন নিউজল্যান্ডের চেয়েও শক্তিশালী দল হিসেবে পরিগণিত হল।

১৭ ম্যাচে ১২৭৮ পয়েন্ট নিয়ে রেটিং পেয়েছে ৭৫। একসময়ের ক্রিকেট পরাশক্তি নিউজিল্যান্ড এখন বাংলাদেশের নিচে। ২০ ম্যাচে ১৪৩৪ পয়েন্টে তাদের রেটিং ৭২। বাংলাদেশের ওপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। ২১ ম্যাচে ১৯০০ পয়েন্টে ৯০ রেটিং তাদের।

তথ্যসুত্রঃ
ICC rankings for Tests, ODIs and Twenty2

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।আগামী ম্যাচগুলোর জন্য শুভকামনা।