সাবাস বাংলাদেশ!!!

নীলকণ্ঠ জয়
Published : 2 Dec 2012, 02:06 PM
Updated : 2 Dec 2012, 02:06 PM

আবারও জয় !! তাও আবার রেকর্ড গড়ে!!!

বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসের সাক্ষী হয়ে রইল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং প্রতিটি দর্শক। আনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্ছুরী,মুশফিকুর রহীমের দ্বায়িত্বশীল ব্যাটিং আর মনিমুল-মাশরাফির শেষ দিকের ঝড় ২৯২ রানের বিশাল এক পুঁজি এনে দেয় বাংলাদেশকে।যদিও সুচনায় বড় একটা ধাক্কা খায় তামিম-নাঈমের উইকেট হারিয়ে।প্রাথমিক ধাক্কাটা আনামুল-মুশফিকের ১৭৪ রানের রেকর্ড পার্টনারশীপ দূরে ঠেলে দেয়।

বোলিং এ এসে আরও দুর্দান্ত বাংলাদেশ।সোহাগ গাজীর জয়রথ চলছেই।এ ম্যাচেও দুর্দান্ত গাজী।মারকুটে গেইলকে দেখে ভেবেছিলাম তিনি টেষ্ট ম্যাচ খেলছেন!!!এতটা সমীহ করে বোধহয় কোনদিন কোন দেশের বোলারদের খেলেননি গেইল সাহেব।গাজীর সাথে সাথে ঘরের মাঠে দুর্দান্ত বোলিং করেন রাজ্জাক-মাশরাফিরা। একে একে ধ্বংসস্তুপে পরিণত করেন ওয়েষ্ট ইন্ডিজের ইনিংসটাকে।

অভিবাদন তোমাদের।আরেকটা বাংলাওয়াশ দেখার প্রতিক্ষায় রইলাম।