সাবাস বাংলাদেশ।

যখন কী-বোর্ড নিয়ে লিখতে বসেছি তখন বাইরে তরুনদের বিজয় উল্লাশ।এ উল্লাশ সারা বাংলাদেশেই।আনন্দে মাতোয়ারা ১৬ কোটি মানুষ।বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে,ব্লগ-বিডিনিউজ২৪.কম এর পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই প্রানঢালা অভিনন্দন।
বিজয়ের মাসে এ এক অন্যরকম বিজয়।২য় বারের মত বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে এক অনন্য রেকর্ডের ভাগিদার বাংলাদেশ দল।শেষ রানটির উত্তেজনা ইলিয়াস সানিকে রান নিতেই ভুলিয়ে দিয়েছিল।থমকে দাড়িয়েছিল সমগ্র স্টেডিয়াম ২-১ মিনিটের জন্য।নাহ!কোন বিপদ নয়।রানটি বাতিল হলেও অসাধারণ এক চার রান নাসিরের চওড়া ব্যাটকে করল আরোও প্রসারিত।আনন্দে উড়ল বাংলাদেশের প্রতিটি মানুষ।এবার আর ক্রিক্রটপ্রেমী প্রধানমন্ত্রীকে ফ্লাগ হাতে আরেকবারের মত বসতে হল না।উড়িয়ে দিলেন স্বগর্বে।মনে মনে হয়তো পুরষ্কারও ঠিক করে ফেলেছেন দামাল ছেলেদের জন্য।
মিছিলটা আমার বাড়ির কাছে এসে পড়েছে।আর অপেক্ষা নয়।ঝাপিয়ে পড়ি এই বিজয় উল্লাশে।কুয়াশা ভেদ করা এ উল্লাশে আমিইবা বাদ রইব কেন।আপনারাও আসুন।
সাবাশ বাংলাদেশ সাবাশ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আইরিন সুলতানা বলেছেনঃ
কলিজায় সাউন্ড করছে টাইগারের ডাক …। ড্রামাটিক বিজয়!!!! 🙂
নীলকন্ঠ জয় বলেছেনঃ
টাইগাররা সত্যিকারের টাইগার হয়ে উঠছে!বাচ্চা টাইগাররা যা দেখাইলো আজ ❗ আর একটু বড় হলে কলিজায় পানি থাকবেনা অন্যদলগুলোর 🙄
😆
মীর আশরাফ আলী বলেছেনঃ
খুবই খুশি ভাষায় প্রকাশ করতে পারছিনা । ক্রিকেট আবারও তার সততা প্রমান করল । আমাদের সকলের জন্যই খেলাধুলার সুযোগ থাকা দরকার ।অবিভাবকদের এ বিষয়ে দৃষ্ট দেবার জন্য অনুরোধ করছি কারন মোটা মোটা বইয়ের ভারে যুব সমাজ ইট পাথরের ইমারতের কয়দি হয়ে যাচ্ছে ।সাবাশ বাংলাদেশ ।
নীলকন্ঠ জয় বলেছেনঃ
বড় বড় বই না পড়লে যদি বড় বড় দালান কোঠা না তৈরি করা যায় সেই ভয় কাজ করে অবিভাবকদের।আসলে তাতে যে রাজমিস্ত্রি হবারো যোগ্যতা তৈরী হয়না। 💡
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ➡ সাবাশ বাংলাদেশ।
মোত্তালিব দরবারী বলেছেনঃ
ধন্যবাদ-ব্যক্তির দল থেকে টিম বাংলাদেশে পরিণত হওয়া- টিম বাংলাদেশকে।
নীলকন্ঠ জয় বলেছেনঃ
মোত্তালিব দরবারী ভাই,বাংলাদেশের পরিপুর্ণতাই বলে দিচ্ছে বাংলাদেশ আর পিছনের সারির দল নেই।
সাবাশ বাংলাদেশ।
নীলকন্ঠ জয় বলেছেনঃ
রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ে রোববার আনন্দ মিছিল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।”
আনন্দ মিছিলের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী গণভবনে বসেই খেলা দেখছিলেন। খেলার মাঝে হঠাৎ বাংলাদেশ দল যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ে তখন প্রধানমন্ত্রী বলে ওঠেন- ‘খেলা দেখতে মাঠে যাব। আমার ছেলেরা ভাল খেললে খেলা দেখতে যাব, খারাপ খেললে যাব না, এটা হতে পারে না।’ একথা বলেই তিনি স্টেডিয়ামের দিকে রওয়ানা হন।
প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার পর ম্যাচে নাটকীয়ভাবে ফিরে আসে টাইগাররা।
রোববার আনন্দ মিছিলের আহবান প্রধানমন্ত্রীর
বাংগাল বলেছেনঃ
ভাই নীল কণ্ঠ জয় , মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি সত্যিই টাইগারদের উদ্দীপ্ত করেছে , টাইগাররা জাতির জন্য জয় ছিনিয়ে এনেছে । আসলে মাননীয় প্রধানমন্ত্রী চান কপাল রাশি । এশিয়া কাপে মাননীয় প্রধানমন্ত্রী যখনই মাঠে গেছেন টাইগাররা জিতেছে , যেইনা আমাদের উনি মাঠে গিয়েছেন ,ভাইরে , ডুবিয়েছেন, জিত খেলা ও টাইগাররা হেরেছে । আল্লাহ জাতিকে উনার রাহু থেকে পরিত্রাণ দিন । যাহ, এখানেও রাজনীতি এসে গেল ? বাঙালির স্বভাবটা আর ঠিক হবেনা। 😛 😛 😆 😆 😆 😆 😀 😀 😀 😀 😆 😆 😆 😆 😆 😆
নীলকন্ঠ জয় বলেছেনঃ
😉 😉 😉
জিনিয়া বলেছেনঃ
উফ..আমি এখানে একাই খেলা দেখেছি..কেউ নেই যে আনন্দ শেয়ার করব..চিত্কার করে খুশিতে মাতোয়ারা হতে চেয়েছিলাম..কিন্তু এখানে এই ভোর রাতে একা একা তাও সম্ভব নয়..কাজেই শুধুই আনন্দে কেদে ফেলা ছাড়া আর কিছুই করিনি.।
অভিনন্দন পুরো দেশবাসীকে.।
নীলকন্ঠ জয় বলেছেনঃ
এই বিজয় আসলে পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে থাকা সব বাঙালীদের জন্য সমান আবেগের।আহারে তোমার আনন্দে ভাগিদার আমরা সবাই।
সাবাশ বাংলাদেশ !!! সাবাশ!!!!!!!!!!!!!!!!