আর কত রক্ত চাই তোমাদের পিপাসা মেটাতে?

নীলকণ্ঠ জয়
Published : 9 Dec 2012, 03:55 PM
Updated : 9 Dec 2012, 03:55 PM

আর কত রক্ত চাই বলতে পার?
কত রক্ত হলে তোমাদের পিপাসা মিটবে জানতে চাই?
গ্যালন গ্যালন রক্ত আছে ১৬ কোটি বাঙ্গালীর দেহে,কত রক্ত চাই বল?
তবু তোমাদের পিপাসা মিটুক,বাঙ্গালী জাতি তোমাদের প্রতিহিংসা থেকে মুক্তি পাক।

ধিক্কার রাজনীতিকে,ধিক্কার এমন গনতন্ত্রকে।
যে গণতন্ত্র রক্ত চায়,মায়ের বুক খালি করতে চায়,পশুর মত নির্বিচারে খুন করে মানুষ।ধিক্কার সেই গণতন্ত্রকে।
আমরা মুক্তি চাই।সত্যিকারের গণতন্ত্র আমাদের ফিরিয়ে দাও।আমারা শান্তিতে বাঁচতে চাই,আমাদের শান্তিতে ঘুমতে দাও।

বন্ধ কর তোমাদের এই নোংড়া খেলা,বন্ধ কর এই নোংড়া দেশপ্রেমের অভিনয়।
খুলে ফেল ধর্মের লেবাস,স্বাধীনতার মুখশ,জাতীয়তাবাদীর বেশ।
আস্তাকুড়ে নিক্ষেপ কর তোমাদের কলুষিত মন,দুষিত প্রতিহিংসা।
হাতে হাত ধরে শান্তির পতাকা তুলে ধর।ফিরিয়ে দাও প্রকৃত স্বাধীনতা।
প্রাণ খুলে নিঃশ্বাস ফেলতে দাও এ জাতিকে।চিতকার করে বলতে দাও আমরা স্বাধীন,এই আমার স্বাধীন ভূমি।যেখানে সুখেই আছি আমরা।