আজ ১৪ই ডিসেম্বর আমার ছোট বোনের জন্মদিন, শুভেচ্ছা জানানো নিষেধ!

নীলকণ্ঠ জয়
Published : 14 Dec 2012, 06:03 PM
Updated : 14 Dec 2012, 06:03 PM

১৪ই ডিসেম্বর।আমার ছোট বোনের জন্মদিন।ও আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিষেধ করেছে।কারণ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।আজ আনন্দ করার দিন নয়।

তার একটাই কথা যে দিনে আমাদের শ্রেষ্ঠ মানুষগুলোকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হল তালিকা করে, চোখ বেঁধে, পিঠমোড়া করে, হাত বেঁধে। নিষ্ঠুরভাবে হত্যা করা হল, ঝাঁঝরা করা হল বুক ।ফেলে রাখা হল মীরপুরে রায়ের বাজারে ডোবার মধ্যে। শকুনে-কুকুরে ছিড়ে খেল যাদের লাশ। যারা তাদের ধরে নিয়ে গেল, যারা হত্যা করল, যারা হত্যার পরিকল্পনা করল, যারা কুশিলব, যাদের মাথা থেকে বেরুল এদের হত্যার চেতনা,যারা খুনীদের সাহায্য করল, সমর্থন জোগাল তাদের প্রত্যেকের কঠোরতম শাস্তি না হওয়া পর্যন্ত কোন শুভেচ্ছা নয়।রঙ্গীন বেলুন দিয়ে ঘর না সাজিয়ে কালো ব্যাজ ধারন কর। তাতেই আমি খুশি।

আর তাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারিনি। করবও না। ওর চেতনাকে সম্মান জানাই। আর চিতকার করে বলতে চাই,

"বিচার চাই, ফাঁসি চাই ওই সব নরকীটদের।এ বিচার যেন হয় ইতিহাসের শ্রেষ্ঠ এবং কঠিনতম বিচার।যাতে আর কোন পাপী দেশের বিরুদ্ধে যড়যন্ত্রে লিপ্ত হওয়ার সাহস না পায়।"