আমি অকালকুষ্মান্ড নাকি বিডিনিউজ২৪ডটকম ব্লগে ৫০ তম পোষ্ট লিখছি। শুনলে আমার স্বজাতি কূপবাসী কূপমন্ডুকের দল হাসতে হাসতে নিশ্চিত হার্টফেল করবে।

আমার ক্যারিয়ারঃ
ব্লগে হাতে খড়িঃ বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১২
আজ ব্লগিং -এ বয়সঃ ৫ মাস ২৩ দিন !
পোষ্ট সংখ্যাঃ৫০
মন্তব্য সংখ্যাঃ ৩৮০

চক – স্লেট(কি-বোর্ড) নিয়ে বসেছিলাম ব্লগ-বিডিনিউজ২৪ডটকম ব্লগে।জানিনা কি ছাই লিখেছি।তবু বড়দের দেখে আপনাদের উতসাহ পেয়ে চেষ্টা করেছি অপটু হাতে।চেষ্টা করলে কিনা হয়।একবার না পারিলে দেখ শতবার এই নীতিকে সামনে রেখেই লিখে যাই ছাই-পাশ যা মনে হয়।সবার ভালবাসা আর আশির্বাদে নিশ্চয়ই পরিপুর্ণ হব একদিন।
হাতে খড়ি নিয়ে আশির্বাদ কামনায় এই শিশুটি crf
—————–>>>>>>>>
আসাদুজজেমান বলেছেনঃ
অভিনন্দন @নীলকন্ঠ জয়,
আমি খেয়াল করছিলাম- আপনার ক্যারিয়ার,
নীলকন্ঠ জয়
ব্লগে যোগদান করেছেন: বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১২
স্থান :ঢাকা
পোস্ট করেছেন: ৫০টি
অর্থ্যাৎ প্রতি সাড়ে তিন(৩.৫২) দিনে আপনি একটি পোস্ট লিখেছেন। যার অর্থ দাড়ায় আপনি নিয়মিত লিখছেন।
আপনি থিসিস করছেন, পাশাপাশি শিক্ষকতা করছেন, মানবিক ডাকে সাড়া দিচ্ছেন, আবার নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করছেন যার নিয়মিত বহিঃপ্রকাশ ঘটছে ব্লগে……………এ দিকটি আমার কাছে অনেক আকর্ষনীয় বলে মনে হয়েছে……..।
শুভকামনা রইলো
নীলকন্ঠ জয় বলেছেনঃ
জেমান ভাই,
সুন্দর বিশ্লেষণে আপনাকেই মানায়।বাহ দারূণ ক্যালকুলেশন করেছেনতো?আমি নিজেও কখনো এমনভাবে ভেবে দেখিনি। আপনার মত অনান্য ব্লগারদের প্রসারিত চিন্তার জগতের মাঝে আমি নিজেকে কূপমন্ডুক ছাড়া আরতো কিছুই ভাবতে পারছিনা। তবে ওই জগতের মজা আমি মনে হয় পেয়ে গেছি।তার দায়ভার কিন্তু আপনার মত সব সু-লেখকেরাই।কষ্টি পাথরের ছোয়ায় যদি তামা সোনায় পরিণত হতে পারে,আমি কেন পারব না?
অনেক অনেক ধন্যোবাদ এবং শুভাশীষ জেমান ভাই।
জিনিয়া বলেছেনঃ
জয় ভাইয়া, অভিনন্দন!!!সামাজিক দায়বদ্ধতা থেকেই সচেতন একজন নাগরিক বিভিন্ন বিষয় নিয়ে লিখবে, এখানে ব্লগিং শুরুর বয়স কোনও বিশেষ ফ্যাক্টর না। তুমি তোমার চমত্কার লেখনী দিয়ে আমাদের সমৃদ্ধ করেছ, সামনে আরও করবে এটাই আমাদের চাওয়া।
***শ্রেষ্ঠ সুদর্শন বিডি ব্লগার পুরুষ ক্যাটাগরিতে তোমাকে মনোনীত করলাম..সুদর্শন ব্লগার আসাদুজেজেমান এর সাথে তোমার হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি নিশ্চিত.. 😀 😀
বিডি ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে তোমার সরব উপস্থিতি আশা করছি, ব্লগে এবং ব্লগের বাইরেও। পারবে না ভাইয়া?
নীলকন্ঠ জয় বলেছেনঃ
আপু,
এই ব্লগে এসে আমি সবচেয়ে ভাগ্যবান এইজন্য যে এত কম সময়ে বেশকিছু আপন মানুষ পেয়েছি।অনেকের সাথে আবার দেখাও হয়নি এখন পর্যন্ত।তোমার মত একটা বড়বোন পাওয়া সত্যি আনন্দের এবং ভাগ্যের।
নুরুন্নাহার শিরিন আপু,আইরিন সুলতানা আপু,ইলিয়াস চৌধুরী ভাই,সুলতান মির্জা ভাই,মজিবর ভাই,মোত্তালিব দরবারি ভাই সহ যাদের সাথে আমার দেখা হয়েছে তারা প্রত্যেকে এক একজন স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী এবং প্রত্যেকের ব্যক্তিত্ব এবং ভালবাসা আমায় মুগ্ধ করেছে।এছাড়া এই ব্লগে ব্লগিং-এর ফাঁকে ফাঁকে পরিচিত হয়েছি আরো কয়েকজন সুব্লগারের সাথে।কথা হয়েছে অনেকের সাথে মুঠোফোনে।সবকিছুই পেয়েছি এই ব্লগ থেকে।তাই আমি সত্যিকার অর্থে ঋণী ব্লগ-বিডিনিউজ২৪ডটকমের কাছে।
***শ্রেষ্ঠ সুদর্শন বিডি ব্লগার পুরুষ ক্যাটাগরিতে মনোণয়ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপুকে।তবে জেমান ভাইয়ের সাথে তুলনা করলে কিন্তু চলবে না।মাইন্ড করব। 😉 ভাইয়ে ভাইয়ে লড়াই কিসের?আর আমরা কিন্তু সুদর্শন(বাংলা একাডেমি অভিধান মোতাবেক গুবরে পোকা!!!!)হতে মোটেও রাজি না।
সময়ের দায়ভার এড়াতে পারব না তবে বিডি ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে, ব্লগে এবং ব্লগের বাইরেও সবখানে আমাকে পাবে কথা দিলাম।
ভালো থাক আপু।শুভ কামনা। 😀
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
অভিনন্দন এবং শুভাশীষ, জয়। পঞ্চাশ মানে একশোর প্রতিশ্রুতি (ক্রিকেট ও অন্যান্য বিশেষজ্ঞ জেমান এর ভালো ব্যাখ্যা দেবে বলে আশা করি)।
নীলকন্ঠ জয় বলেছেনঃ
হৃদয়ে বাংলাদেশ ভাইয়া,
জেমান ভাই বিশ্লেষণ দিয়েছে রান রেট/ওভার এই হিসাবে। খেয়াল করুন মন্তব্যটি,
“আমি খেয়াল করছিলাম- আপনার ক্যারিয়ার,
নীলকন্ঠ জয়
ব্লগে যোগদান করেছেন: বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১২
স্থান :ঢাকা
পোস্ট করেছেন: ৫০টি
অর্থ্যাৎ প্রতি সাড়ে তিন(৩.৫২) দিনে আপনি একটি পোস্ট লিখেছেন। যার অর্থ দাড়ায় আপনি নিয়মিত লিখছেন।”
মজার ব্যাপার হল এইযে চুলচেরা বিশ্লেষণও দিতে ভোলেন নি পরের অংশে এবং ওনার কাছ থেকে প্রত্যাশিত মন্তব্য। 😎
ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইয়াদ্বয়কে এবং মঙ্গল কামনা সতত।
লিমা বলেছেনঃ
অভিনন্দন
নীলকন্ঠ জয় বলেছেনঃ
ধন্যবাদ লিমা আপু ।
শুভ কামনা। 😀
আহমদ আল হুসাইন বলেছেনঃ
অভিনন্দন জয় ভাইয়া আপনাকে । এমন আরও শত শত ৫০ টা ব্লগ লিখবেন । এই শুভ কামনা ই রইল ।
নীলকন্ঠ জয় বলেছেনঃ
আহমদ আল হুসাইন ভাই,
অনেক অনেক ধন্যবাদ।পরম করুনাময়ের আশির্বাদ এবং আপনাদের দোয়ায় সুস্থ থাকলে আপনার কথা পারব নিশ্চয়ই।
আর দেখা হবে শুভ কাজে,কথা হবে এমন সব পোষ্টে পোষ্টে।
ভালো থাকুন।শুভেচ্ছা। 😀
মোঃ সবুজ মিয়া বলেছেনঃ
অভিনন্দন জয় ভাইয়া !!
নীলকন্ঠ জয় বলেছেনঃ
ধন্যবাদ মোঃ সবুজ মিয়া ।
শুভ কামনা। 😀
কামরুল হাসান জনি বলেছেনঃ
হাফ সেঞ্চুরিয়ান জয় দা, অভিনন্দন আপনাকে। লাইফের মজাটা পেয়ে গেছেন ঠিকই আমাদেরও সুযোগ দিতে সেবার দরজা খুলুন। আমরা হয়তো একাদশতম খেলোয়াড়ের তালিকায়ও থাকিনা কিন্তু জুনিয়র ডিভিশন তো আমাদের দিয়েই শুরু। তাই আমরা যে মজার গোল্লার দাবিদার। তাই মজার হাড়িটা এগিয়ে দেবেন কিন্তু অপেক্ষায় রইলাম………..
নীলকন্ঠ জয় বলেছেনঃ
কামরুল হাসান জনি ভাই,
মজার হাড়ি সবার জন্যই খোলা।শুধু নিতে হবে নিজের মত করে।
ধন্যবাদ এবং শুভ কামনা। 😀