প্রজন্ম চত্ত্বরে আজ জ্বলবে ’চেতনার বাতি’ দলে দলে যোগ দিন

নীলকণ্ঠ জয়
Published : 9 Feb 2013, 07:25 PM
Updated : 9 Feb 2013, 07:25 PM

আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহাবাগের প্রজন্ম চত্ত্বরে জ্বলবে "চেতনার বাতি।"

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জ্বালানো হবে ছয় হাজার ৪০০ মোমবাতি। গতকাল ফোরামের সদস্য জহিরুল হক বাপ্পি জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই চেতনার বাতি জ্বালানো হবে।

সন্ধ্যা সাড়ে ৬টায় সব জেলা সদরেও একসঙ্গে এই কর্মসূচি পালিত হবে। এরই মধ্যে ব্লগ, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে। কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ফোরামের সদস্যরা।

বন্ধুরা চলে আস মোমবাতি হাতে।নতুন প্রজন্ম আজ দিক্ষিত হবে নতুন চেতনা।এ চেতনা স্বাধীনতার,যুদ্ধপারাধীদের বিচারের,জামাত-শিবির নিষিদ্ধের।

ঘরে বসে নয়,স্বশরীরে হাজির হও বন্ধুরা,দলে দলে যোগ দাও।জ্বালিয়ে দাও চেতনার বাতি,দাবি জানাও একসাথে-
"সব রাজাকারের প্রকাশ্যে ফাঁসি চাই,রাজাকার-বেবী রাজাকার মুক্ত বাংলাদেশ চাই।"