প্রজন্ম চত্ত্বরের বন্ধুদের প্রতি বিডি-ব্লগারদের পূর্ণ সংহতি

নীলকণ্ঠ জয়
Published : 13 Feb 2013, 06:23 PM
Updated : 13 Feb 2013, 06:23 PM

ব্লগ-বিডিনিউজ২৪ডটকম এর ব্লগার বন্ধুরা যার যার মত করে প্রায় প্রতিদিনই প্রজন্ম চত্ত্বরে আন্দোলনে অংশ নিচ্ছেন।পোষ্ট দিচ্ছেন প্রায় সবাই।ব্লগার মোতালিব দরবারি নিয়মিত আপডেট দিচ্ছেন ময়মনসিংহ জাগরণ মঞ্চ থেকে।

সুদূর মেলবোর্ণে আন্দোলনে অংশ নিয়েছেন আমাদের ব্লগের ব্লগার জিনিয়া

ফেসবুকে ব্লগারদের মধ্যে প্রায় সবাই আন্দোলনের পক্ষে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।ব্লগ থেকে আলোকদিতে কাদেরমোল্লাসহ সকল রাজাকারের ফাঁসির দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছেন বিডি-ব্লগাররা।এই আয়োজনও যে প্রজন্ম চত্ত্বরের আন্দোলনের সাথে এক সুতায় গাঁথা,সারা বাংলাদেশের মানুষের সাথে সম্পৃক্ততা।অর্থাৎ বিডি-ব্লগাররাও পরিপূর্ণরূপে আন্দোলন করে যাচ্ছে প্রকাশ্যে এবং নিভৃতে।তাই এই আন্দোলনে বিডি-ব্লগারদের রয়েছে পূর্ণ সংহতি

ব্লগার বন্ধুদের কাছে একটি ছোট্ট নিবেদন, আগামী ১৫ ফেব্রুয়ারি ব্লগবিডিনিউজ২৪ডটকম এর বর্ষপূর্তি অনুষ্ঠানের পর আমরা সবাই মিলে একসাথে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নিব প্রজন্ম চত্ত্বরের আন্দোলনে। চিতকার করে একসাথে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানাব।

সাথে সাথে আগামিকাল(১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় যার যার অবস্থানে থেকে মোমবাতি প্রজ্জ্বলন করারও অনুরোধ রইল।

শুনুনঃ

তারুণ্য বয়সে নয়, তারুণ্য থাকে বুকে !
এই তারুণ্য বিক্রি হয় না কখনো, তার উদ্দামতাই ভাসিয়ে দেয় যতো নষ্ট-ভ্রষ্টদের ।

দায়িত্ব পালনে কেউ দেরি বা পিছপা হচ্ছেন না। দেশের প্রতি ভালোবাসা যে যেভাবে পারছে জানাচ্ছে, প্রকাশে এগিয়ে আসছে ……… তাই আপনিও নয় কেন? এগিয়ে আসুন ও এগিয়ে চলুন …

প্রতিবাদের ভাষা হোক-

আর আজ বসন্তেও জ্বলুক প্রতিবাদি আগুন, সারা বাংলাদেশে এক দাবি-এক শ্লোগানে "সব রাজাকারের ফাঁসি চাই।"

চলে আসুন বন্ধুরা দেখা হবে প্রজন্ম চত্ত্বরে এক দাবি-এক শ্লোগানে।