নীলকণ্ঠ জয়
Published : 22 Feb 2013, 08:30 AM
Updated : 22 Feb 2013, 08:30 AM

মহান ২১শে ফেব্রুয়ারি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে" ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন কাওলার ইউনিভার্স্যাল ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা শুদ্ধ বাংলা ভাষা চর্চার অঙ্গিকার নিল এবং নিজস্ব শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাল। ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে ২১ বার তোপদ্ধনীর মাধ্যমে শুরু হয় ভাষা দিবসের কার্যক্রম।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিএনসিসি ( ক্যাডেট) দল।সকাল ৬টায় বিদ্যালয়ের পরিচালক জনাব ইব্রাহিম ভূঁইয়া সহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী পুষ্পার্ঘ্য নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

দুই দিনের কঠোর পরিশ্রমে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে "মুক্তমঞ্চে" নিজেরাই গড়ে তোলে নিজস্ব শহীদ মিনার।তাদের উৎসাহকে বাড়িয়ে দিয়ে বিদ্যালয়ের পরিচালক জনাব ইব্রাহীম ভুঁইয়া আশ্বাস দেন আগামী বছর এখানেই গড়ে উঠবে স্থায়ী শহীদ মিনার। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন সকলকে।"সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে বাধ্যতামূলক শহীদ মিনার চাই" এই শ্লোগানের সাথেও একাত্ম হল " ইউনিভার্স্যাল ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুল।"