কুমারখালির ১৬ বিদ্যালয়ের ৯৭ জন জিপিএ-৫ পেয়েছে

কুমারখালি
Published : 7 May 2018, 09:29 AM
Updated : 18 May 2011, 12:39 PM

এবার এসএসপি পরীক্ষার ফলাফলে কুমারখালীর ১৬টি বিদ্যালয়ের ৯৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১৬টি বিদ্যালয়ের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে কুমারখালি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং পাশের শতাংশ হারের ক্ষেত্রে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম হয়েছে। কুমারখালি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন জিপিএ-৫ সহ তাদের পাশের হার শতকরা ৮৫ ভাগ। পরীক্ষায় অংশগ্রহণকারি ১১৩ জনের মধ্যে ফেল করেছে ১৭ জন। অপরদিকে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ জন জিপিএ-৫সহ তাদের পাশের হার শতকরা ৯৯ ভাগ। পরীক্ষায় অংশগ্রহণকারি ৫৭ জনের মধ্যে ফেল করেছে ০১ জন। কুমারখালি এমএন মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতকরা ৯৫ ভাগ পাশ করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারি ১১৫ জনের মধ্যে ফেল করেছে ০৫ জন। পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কয়া ইউনিয়নের সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।