রাফ এন্ড টাফ কম্পিউটার নিরাপত্তা

বাংলাদেশি
Published : 26 Nov 2011, 11:47 AM
Updated : 26 Nov 2011, 11:47 AM

এটা মূলত সকলেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।

১. আমরা যারা gmail ব্যাবহার করি তাদের উচিৎ 2-step verification এনাবল করা ফলে কেউ আপনার password জানলেও আপনার অ্যাকাউন্ট এ ঢুকতে পারবে না।

২.যখন আপনি Facebook (বা এ জাতীয়) অ্যাকাউন্ট ব্যবহার করেন তখন https এনাবল করে নিন অন্নথায় আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।

৩.কম্পিউটার এর ব্রাউজার এ পাসওয়ার্ড সেভ করবেন না । কারন এটা পুনর্লভ্য।এমনকি গেস্ট ইউজার ও এটা পুনরুদ্ধার করতে পারবে।

৪. আপনার কম্পিউটার এর হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, মেমরি কার্ড কাউকে দেওয়ার/বেচার পূর্বে সফটওয়্যার দিয়ে পুরো clean করে নিন ,না করলে কেউ আপনার ফাইল পুনরুদ্ধার করে আপনাকে সমস্যায় ফেলতে পারে। মনে রাখবেন ফরম্যাট দিলেও ফাইল পুনরুদ্ধার করা যায়।

৫.cyber cafe থেকে আসার পর password পরিবর্তন করুন।

৬. অ্যান্টি virus ব্যাবহার করুন। আমার মতে avast! Internet Security 6 ব্যাবহার করা ভাল । এর ফ্রী লাইসেন্স >>
লিঙ্ক

(ইন্সটল করে PUP অন করে scan করুন বা boot scan করুন)

৭.ইমেইল সংযুক্ত কোনও অজানা ফাইল ওপেন করবেন না।

৮.আপনার ফাইল কপি করা ঠেকাতে USB BLOCKER সফটওয়ার ব্যাবহার করুন।

৯.অজানা ফাইল ওপেন করা থেকে বিরত থাকুন । (যেমন -*.bat,*.vab) অনেক সময়ে অ্যান্টিভাইরাস এগুলো detect করতে পারে না।

১০.BIOS পাসওয়ার্ড ব্যাবহার করুন ।কারন , আপনি না করলে অনেক ভাইরাস BIOS পাসওয়ার্ড বা সফটওয়্যার নষ্ট করতে পারে। আর আপনার উইন্ডোজ এর পাসওয়ার্ড সহজেই নষ্ট করা সম্ভব।

১১.অ্যাভাস্ট এর safe zone browser ব্যাবহার করুন তাহলে key logger কাজ করবে না । (kaspersky এর ভার্চুয়াল কী বোর্ড এটা পারে না)

বিষয় গুলা অনেকেই জানে কিন্ত আজকাল যে ভাবে ব্ল্যাক মেইল বাড়ছে তাই দিলাম হয়ত কেউ উপকৃত হবেন।