মানুষ নামের মানুষ

লিখন
Published : 24 Jan 2012, 01:21 PM
Updated : 24 Jan 2012, 01:21 PM

প্রতিটি জন্মের সাথে সাথে আরো একটা অবধারিত কঠিন সত্যের জন্ম হয় যা কিনা ইহলৌকিক জগতের শুরু থেকে অদ্যাবধি কেউ অলিক প্রমাণে সার্থক হতে পারেনি, আর কখনো পারবেও না। আর তা হলো অনাকাঙ্খিত মৃত্যু। আর মানুষও তার উর্ধ্বে নয়। এটা সবারই জানা। তবুও যেন আমরা ভুলে যাই বারবার ! কেউবা করি অজানা সুখ অণুসন্ধানের লক্ষ্যে বৈধ ও অনৈতিক সকল চেষ্টা। আবার কেউবা গড়ি ভালোবাসার নামিক স্বর্গ, আবেগের বাঁধ ভেঙ্গে অনেক সময় আপ্লুত হই স্বার্থের টানে, আবার কখনোবা নিঃস্বার্থ আবেগে। এই আসা যাওয়ার চলমান খেলায় আমরা ক্ষণিকের খেলোয়ার মাত্র যারা কিছু যৎসামান্য, নগণ্য ক্ষমতার অধিকারী। আর এই ইহলৌকিক পৃথিবী নামক খেলার ময়দানটা যেন একটা পরীক্ষা ক্ষেত্র, তা আমরা (মানুষ নামের দূর্বল প্রাণী) মানি, আর নাইবা মানি। এরই মাঝে আবার কেউবা নিজের নগন্য ক্ষমতার গন্ডি ভুলে গড়ি জুলুম ও অত্যাচারের অসহনীয় রাজ্য। কিন্তু হয়ে যাই তথাকথিত শান্তির উপহারে ভূষিত। আর তার পরও আমরা মানুষ নামের মানুষ। স্রষ্টার দয়ায়, স্রষ্টার দেয়া কিছু ক্ষমতায় আমরা মানুষেরা অতি নগণ্য কিছু ক্ষমতার অধিকারী যার অপ্রয়োজনীয় ব্যবহার আমাদেরকে মাঝে মাঝে সেই অজেয় মৃত্যু নামক কঠিন সত্যকে ভুলিয়ে রাখে। আপন স্বার্থের ক্ষুদ্র সীমানার অতি আবাদ আমাদের বানিয়ে দেয় হীণমন্যতার অধিকারী। আর বর্তমানে এর চর্চা যেন অতি প্রতিযোগীতার আসনে অভিসিক্ত। তারপরও আমরা, মানুষ নামের মানুষ।