বাংলাদেশ ক্রিকেট দলের পেসার ভবিষ্যৎ

মুহাম্মদ শরফুল আজাদ শিবলু
Published : 28 Nov 2011, 03:49 AM
Updated : 28 Nov 2011, 03:49 AM

যখন বাংলাদেশের ক্রিকেট দেখি, অল্পতেই সন্তুষ্ট থাকি। আবার খুব বেশি খারাপ খেললে, মনটাও খারাপ হয়। আমাদের দেশের স্পিন সহায়ক উইকেটে যখন ব্যাটসম্যান রা ৪/৬ হাকান,পুলকিত হয় মন, আমার মত আর অনেকের। বাংলাদেশ ক্রিকেট দল সম্পূর্ণ স্পিন নির্ভর একটা দল,এই স্পিন নিয়ে অনেকবার দলকে জয় এনে দিয়েছেন টাইগার রা। কিন্তু যখন দেখি কোন ব্যাটসম্যান ভালো কোন পেসার এর সামনে দাঁড়াতে পারেন না,এমনকি দলে ভালো কোন পেসারও নেই তখন ভাবি,আমাদের ক্রিকেট দলের পেসার ভবিষ্যৎ কি? আমরা কি কোন ভালো পেসার পাবনা? ক্রিকেট বোর্ডের এ ব্যাপারে কোন পদক্ষেপ আছে কিনা? নাকি, সবসমই খেলা শেষে বলতে হবে, ঈশরে! যদি একজন ভালো পেসার থাক্ত, অথবা যদি ব্যাটসম্যানরা আজ পেস বল আরে একটু খেলতে পারত!