ব্যাংক ডাকাতির পর এবার ব্যাংক লুট

মাহি জামান
Published : 4 Sept 2012, 05:42 AM
Updated : 4 Sept 2012, 05:42 AM

স্বাধীন বাংলাদেশের জন্মের পর আওয়ামী লীগের কুখ্যাত সেই আমলে ব্যাংক ডাকাতির ইতিহাস মানুষ এখনো ভুলে যায়নি। এবার ক্ষমতায় এসে আবার শুরু করেছে ব্যাংক লুটের আরেক অধ্যায়। সেই পর্বে তারা দেশকে যেভাবে `তলা বিহীন ঝুড়ি'তে পরিণত করেছিল এবারও শুরু হয়েছে একই পরিণতির পুনরাবৃত্তি। শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর ডেসটিনি, ইউনিপে টু, স্পীক এশিয়া, যুবক নামক বিভিন্ন প্রতারক প্রতিষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের হোমরা চোমরারা দেশের লক্ষ লক্ষ মানুষকে সর্বস্বান্ত করে এবার ব্যাংকে রাখা জনগনের আমানতের টাকার দিকে হাত বাড়িয়েছে। ইতিমধ্যে তারা হাতিয়ে নিয়েছে অন্তত দশ হাজার কোটি টাকা। যথারীতি সরকারের শীর্ষ মহলের ঘনিষ্টদের বিরুদ্ধেই সুষ্পষ্ট অভিযোগের আঙ্গুল। এই সরকার যদি পূর্ণ মেয়াদ ক্ষমতায় টিকে থাকে তবে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে। দেশ প্রেমিক মানুষকে এখনই সজাগ হতে হবে। নইলে এবার ঝুড়িটিও লুট হয়ে যাবে।