সাবধান! উদ্দেশ্যমূলক অপপ্রচার আরেক রামুর জন্ম দিতে পারে!

মাহি জামান
Published : 11 Oct 2012, 10:27 AM
Updated : 11 Oct 2012, 10:27 AM

রামুর ঘটনাকে কেন্দ্র করে এমন সব অপপ্রচার চলছে বিভিন্ন মিডিয়ায় যা আরেকটি রামুর জন্ম দেয় কি না সেই ভয় জাগছে আমার মনে। বিভিন্ন মিডিয়া বিশেষ করে ব্লগগুলোতে ইচ্ছামতো লেখার সুযোগ থাকায় অসম্পাদিত এমন সব বক্তব্য আসছে যা অত্যন্ত স্পর্শ কাতর। রাজনীতিবিদদের দোষারোপের খেলা সংখ্যালঘুদের মনে যেমন আস্থাহীনতাকে ক্রমশঃ সম্প্রসারিত করছে তেমনি ব্লগারদের লাগামহীন মন্তব্য বিপরীত পক্ষগুলোর মাঝে উত্তেজনা সৃষ্টি করছে। আমাদের প্রিয় এই বিডি নিউজ ২৪ এর ব্লগেও এমন সব লেখা প্রকাশ করা হচ্ছে তার অনেকগুলোই অনাকাঙ্খিত বক্তব্যে ভরপুর। সেদিনের ঘটনায় সূত্রপাত থেকে শুরু করে পরের প্রতিটি হামলায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের অনুসারী কিছু সংখ্যক পথভ্রষ্ট মানুষ অংশ নেয়। অথচ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে অসৎ ভাবে আক্রমন করে কোন কোন ব্লগার বিভিন্ন অসমর্থিত এবং অসামঞ্জস্যপূর্ণ তথ্য পরিবেশন করে চলছেন। আটক হওয়া মুক্তাদিরকে কেউ কেউ ফেনী পলিটেকনিক্যালের ছাত্র বলছেন আবার কেউ বলছেন চট্টগ্রামস্থ শ্যামলী টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। কেউ বলছেন তার বাড়ি রামু কেউ বলছেন সীতাকুন্ড। কেউ বলছেন মুক্তাদির উত্তম বড়ুয়ার ফেইসবুকে ছবি ট্যাগ করেছে আবার কেউ বলছেন উত্তম বড়ুয়ার লাইক দেয়া ছবি প্রিন্ট করে মুক্তাদির মানুষকে ক্ষেপিয়েছে। কেউ বলছে মুক্তাদির উত্তম বড়ুয়ার বন্ধু আবার কেউ বলছে সে শিবির কর্মী।

এসব বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যা তা হয়তো এক সময় পরিষ্কার হবে। তবে এরই মধ্যে বিপরীতমুখী এসব তথ্যের ঘাত-প্রতিঘাতে নতুন কোন রামু ট্রাজেডির জন্ম হয় কি না সে আশংকা মন থেকে দূর করতে পারছিনা। কারন অপপ্রচারের শিকার হয়ে উত্তেজনার বশে কোন মহল আরেকটি দুর্ঘটনার জন্ম দিতেও পারে। অথবা সুযোগ নিতে পারে কোন সুযোগ সন্ধানী তৃতীয় পক্ষ যারা ইসলাম এবং মুসলমানদের ধ্বংসই করতে চায়, চায় অন্ততঃ ইসলামকে কলংকিত করতে যতটা সম্ভব।