ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট ও বিখ্যাত ব্লগারদের নিরবতা

মাহি জামান
Published : 7 Dec 2012, 07:54 AM
Updated : 7 Dec 2012, 07:54 AM

এক.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক অনুযায়ী ২০১২ সালে বাংলাদেশে দুর্নীতি আরো বেড়েছে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান গত বছরের মত ১৩তম হলেও স্কোর আগের চেয়ে কমেছে। অর্থাৎ ক্লাসে রোল নম্বর এক জায়গায় থাকলেও জিপিএ আগের চেয়ে কম। অবশ্য উচ্চক্রম অনুসারে বাংলাদেশ গত বছরের চেয়ে ২৪ ধাপ নেমে বর্তমানে ১৪৪ এ অবস্থান করছে। আমরা জানি ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ প্রথমবারের মত দুর্নীতির ধারনা সূচকে সর্বাপেক্ষা দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে চিহ্নিত হয়। এরপর বিএনপি সরকারের প্রথম চার বছরও একই ধারাবাহিকতা অক্ষুন্ন থাকে। বিএনপি'র শেষ বছরে ১ম স্থানের কলঙ্ক থেকে নিষ্কৃতি পেলেও দুর্নীতির ব্যাপকতা একটুও হ্রাস পায়নি। এক-এগার সরকারের আমল থেকে টিআই রিপোর্ট এ বাংলাদেশের স্কোর একটু একটু করে বাড়তে থাকলেও সর্বশেষ রিপোর্ট দুর্নীতিতে বাংলাদেশের পুনরায় নিম্নমূখী অভিযাত্রাকে চিহ্নিত করেছে। যদিও বিবেচ্য সময়ে বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতার চিত্র টিআই'র রিপোর্টে যথাযথভাবে চিত্রায়িত হয়নি বলেই অনেকের ধারনা। শেয়ারবাজার কেলেঙ্কারী, হলমার্ক কেলেঙ্কারী, রেলওয়ে কেলেঙ্কারী, পদ্মা সেতু কেলেঙ্কারীসহ স্বল্প সময়ের মাঝে দুর্নীতির যতগুলো খবর বেরিয়েছে তাতে বাংলাদেশের দুর্নীতির অবস্থা দৃশ্যতঃ আরো শোচনীয় বলেই মনে হয়। কিন্তু এই অবস্থার জন্য দায়ী কে? দেশের জনগন নিশ্চয়েই নয়। অবশ্যই এরজন্য শতভাগ দায়ী দেশ পরিচালনায় নিয়োজিত সরকার।

আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি স্বাধীনতাত্তোর কালে বাংলাদেশকে একটি তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছিল। দলীয় লোকদের সীমাহীন দূর্ণীতিতে বিরক্ত হয়ে বঙ্গবন্ধু নিজের লোকদের চাটার দল বলে আখ্যায়িত করেছিলেন। দলকে আখ্যায়িত করেছিলেন চোরের খনি বলে। আমরা আজো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সেই পুরানো চরিত্র থেকে বের হতে পারেনি। বরং আরো শতগুন বেড়েছে তাদের কালো টাকার নেশা। তাদের এই সর্বনাশা নেশা দেশটাকে শেষপর্যন্ত কোথায় নিয়ে যায় তা কেবল ভবিষ্যতই বলতে পারবে।

দুই।
আওয়ামীলীগের দুর্নীতি দেশকে যখন এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে তখন বিডি নিউজের ব্লগ মুখরিত করে রাখা বিখ্যাত ব্লগারদের অনেকেই মুখে কুলুপ এঁটেছেন। তাদের কেউ কেউ এখনো বিএনপি- জামায়াত নিধনের প্রক্রিয়া উদ্ভাবনে ব্যস্ত। সরকারের দুর্নীতি নিয়ে তাদের কোন নসিহত নেই। দুই দিনপরও এই ব্লগে এ বিষয়ে কোন পোস্ট না দেখে কিছুটা অবাকতো হয়েছিই বৈকি।