নৌমন্ত্রীকে জুতা নিক্ষেপ, একটি অমার্জনীয় অপরাধ

মাহি জামান
Published : 29 Dec 2012, 05:24 PM
Updated : 29 Dec 2012, 05:24 PM

গত শুক্রবার বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার অনুষ্ঠানে জুতা নিক্ষেপের শিকার হয়েছেন শেখ হাসিনার দাপুটে মন্ত্রী শাহজাহান খান। পত্রিকার খবর অনুযায়ী ইসলামী রাজনীতি নিয়ে মন্ত্রীর ফতোয়ায় ক্ষুব্ধ হয়ে উপস্থিত জনতার একাংশ এই অপকর্মটি করে। একজন মন্ত্রী একটি দেশের গর্ব। তারা দেশের এক একটি রত্ন। মন্ত্রীরা আমাদের ডিজিটাল সরকারের এক একটি পিলার। তারা জাতীয় সম্পদও বটে। সুতরাং যারা মন্ত্রীর লক্ষে জুতা নিক্ষেপ করেছেন তারা অত্যন্ত গর্হিত কাজ করেছেন বলে আমি মনে করি। এটি নিঃসন্দেহে অমার্জনীয় অপরাধ। এইসব জুতা নিক্ষেপকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতা কিংবা যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা উচিত। নইলে ভবিষ্যতে একই ধরনের ঘটনা আরো বৃদ্ধি পেতে পারে। এমনকি জুতা সপ্তাকাশেও পৌঁছে যেতে পারে।