মহা-রাণী আসছেন লক্ষ্মীপুরে

এ হাসান
Published : 18 Feb 2012, 10:05 AM
Updated : 18 Feb 2012, 10:05 AM

আমাদের মহা-রাণী দেশনেত্রী আসছেন লক্ষীপুরে, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শো-ডাউন করবেন। ২৯শে জানুয়ারী মিছিলে নিহত হওয়া দু'জনের পরিবারকে সান্তনা দিবেন। তাই লক্ষীপুরে মহারাণীর আগমন উপলক্ষে চারিদিকে আনন্দের বান বইছে। আমাদের নতুন কিছু উপহার দিবেন আমরা অধির আগ্রহ নিয়ে বসে আছি। চাঁদপুরে সরকারকে লেংড়া লুলা করার ঘোষণা দিয়েছেন লক্ষীপুরে কোন ঘোশণা দেন তার অপেক্ষায় আছি। লক্ষীপুরে এসে কি সান্তনা দেবেন মহারাণী স্বজন হারা দুই পরিবারকে তা কি ঠিক করেছেন? এক লক্ষ টাকার দুইটা চেক আনতে ভুল করেননি তো? ফিরিয়ে দিতে পারবেন এই দুই মায়ের সন্তানদের। ভরে দিতে পারবেন আবার সে মায়ের বুক? থামাতে পারবেন মায়ের কান্না? জানি আপনি এগুলো কিছুই পারবেন না। তাহলে কেন মিথ্যা আশ্বাস বাণী নিয়ে আসছেন। যদি না পরেন একটা মায়ের বুকও পূর্ণ করে দিতে তাহলে খালী করার রাজনীতি বন্ধ করুন। প্রিয় মহারানী আপনি স্বামী হারিয়েছেন। স্বজন হারার কি বেদনা আপনি নিশ্চয় জানেন। লক্ষীপুর থেকে এমন কোন ঘোষণা দিবেন না যে ঘোষণায় কোন মায়ের বুক খালী হয় বা কোন বোন বিধবা হয়। আপনি আমাদের মহারানী, মহারানীই থাখুন।