মতামত প্রকাশের জনপ্রিয় মাধ্যম বিডিনিউজ২৪ ব্লগ সাইট: ব্লগ কমিটির উদাসিনতা!!

এম এ হাশেম
Published : 3 Nov 2012, 04:35 PM
Updated : 3 Nov 2012, 04:35 PM

বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জনপ্রিয়তার শীর্ষে। তার থেকে কোন অংশে কম নয় বিডিনিউজ২৪.কম ব্লগ সাইট। সাধারণ মানুষের মনের মাঝে জমে থাকে নানা ক্ষোভ অভিযোগ ও মতামত। এগুলো প্রকাশের জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকে। খুঁজতে থাকে কোন না কোন মাধ্যম। সাধারণ মানুষের এই দুঃসময়ে আত্মপ্রকাশ করে বিডিনিজট২৪ ব্লগ সাইট স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সাধারণ মানুষ। এই সাইটে প্রকাশ করেতে থাকে মানুষের মনে জমে থাকা ক্ষোভ অভিযোগ ও মতামত গুলো। আস্তে আস্তে বিডিনিজট২৪ ব্লগ সাইট পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। প্রতিদিন লাখ লাখ মানুষ এই সাইটে বিশেষজ্ঞ মহলের লিখা পোষ্ট গুলো পড়ে। পড়ে নিজের মতামত প্রকাশ করে। কিন্তু ব্লগ কমিটির উদাসিনতার কারনে এই জনপ্রিয় সাইটটির প্রতি সাধারণ ব্লগাররা নিরাশ হচ্ছে। একজন ব্লগার একটি ব্লগ পোষ্ট করে অপেক্ষা করতে থাকে কখন তার ব্লগটি প্রকাশ পাবে। বার বার ব্লগহোমে গিয়ে দেখে তার ব্লগটি প্রকাশ পেয়েছে কিনা। যখন নিজের ব্লগটি প্রকাশ পায় তখন ঐ ব্লগারের খুশির সীমা থাকে না। কিন্তু যদি ব্লগ কমিটি ঘন্টার পর ঘন্টা ব্লগটি আটকে রাখে তখন ব্লগাররা লিখার প্রতি নিরুৎসাহিত হয় এবং মানসিক যন্ত্রণায় ভোগে।

আমি জানি ফেসবুকে একটি লিখা পোষ্ট করার সাথে সাথে তা প্রকাশ পায়, তার কারন ফেসবুক কমিটি কোন লেখার দায়ভার গ্রহন করে না। সম্পূর্ণ দায়-দায়িত্ব লেখকের উপর বর্তায়। পক্ষান্তরে বিডিনিউজ২৪ ব্লগ সাইটে লিখা পোষ্টের কিছু অংশ দায়ভার ব্লগ কমিটি বহন করে বলে একজন লেখকের লিখা পোস্টটি পড়ে প্রকাশ করার মতো হলে তারপরই প্রকাশ করে। না হলে তা পেন্ডিং থেকে যায়। আমি কিছুদিন পূর্বে একটি ব্লগ লিখেছিলাম তা প্রকার করার জন্য ব্লগ কমিটির কাছে পাঠানোর ৪ দিন পরও তা পেন্ডিং থেকে যায় অবশেষে আমি মুছে ফেলতে বাধ্য হলাম। এর কয়েকদিন পর আর একটি ব্লগ লিখলাম তা কিন্তু সময় মতো প্রকাশ পেয়েছে। অতঃপর গত কাল রাত্রে একটি ব্লগ লিখলাম এবং প্রকাশের জন্য রাতেই তা ব্লগ কমিটির কাছে পাঠাই অদ্যাবদি মানে এখন ২৪ ঘন্টা ব্লগটি পেন্ডিং অবস্থায় রয়ে গেছে। আমি সাধারণত হিংসাত্মক বা আক্রমাত্মক বা কারো সম্মানহানি জনক কোন লিখা লিখি না, যা ব্লগ কমিটি বাদ দিবে। আমি অত্যন্ত সাদাসিদে ভাবে লিখি। আমার লিখায় কারো উপকার না হলেও ক্ষতি হবে না। কিন্তু আমি হলফ করে বলতে পারি আমার যথেষ্ট লাভ হচ্ছে যে, আমি লিখার অভ্যাসটা করতে পারছি আর অভিজ্ঞ ব্লগারদের লিখা পড়ে বিভিন্নভাবে লাভবান হচ্ছি এতে কোন সন্দেহ নেই। ব্লগ কমিটির কাছে বিনীত অনুরোধ যদি কারো লিখা প্রকাশের উপযুক্ত না হয় তাহলে ব্লগটি দীর্ঘ সময় পেন্ডিং না রেখে ব্লগটি মুছে দিয়ে বা ব্লগের নিচে প্রকাশের উপযুক্ত না হওয়ার কারনটি লিখে দিলে ব্লগারা অন্তত আশ্বস্ত হবে যে, আমার ভুলের কারনে আমার ব্লগটি প্রকাশ হচ্ছে না। এবং ভবিষ্যতে নিজের ভুল শোধরানোর চেষ্টা করবে এবং মানসিক যন্ত্রণা থেকে বাঁচবে। আশ করি ব্লগ কমিটি বিষয়টি গুরুত্ব সহকারের দেখবেন।