সাবাশ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা!!

এম এ হাশেম
Published : 15 March 2012, 10:04 AM
Updated : 15 March 2012, 10:04 AM

আমরা মনে করেছিলাম পৃথিবীতে এমন কোন শক্তি নে যে শক্তি দিয়ে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের এক টেবিলে বসাবে। আমাদের ধারনাকে মিথ্যা প্রমাণ করে সে অসাধ্যকে সাধন করেছেন বাংলাদেশের জনমানুষের প্রিয় পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সকল কলা কৌশলী ও সাংবাদিক ভাইদের। সেই সাথে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তিতে জানাচ্ছি ফুলেল শুছেচ্ছা। আর দোয়া করছি দৈনিক বাংলাদেশ পত্রিকা যেন বেঁচে থাকে হাজার বছর। যেন কোন অশুভ শক্তির কাছে মাথা নত করে হারিয়ে না যায়। আশা করবো ভবিষ্যতে এইভাবে মহৎ আয়োজনের মাধ্যমে দেশের প্রধান দুই রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এক টেবিলে বসাবেন। তাদের আন্তরিক আলাপ আলোচনার মাধ্যমে দেশের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। দলীয় স্বার্থ বড় মনে না করে দেশের স্বার্থ বড় মনে করবেন। কে ক্ষমতায় আছে কে বিরোধী দলে আছে সেটা না ভেবে জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা আর শহীদ জিয়ার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবেন। উপরের ছবিটি যেন ছবি হয়ে না থাকে সেটা যেন বাস্তবে রূপ নেয়। আমরা সাধারণ জনগণরা জানি সাংবাদিক ভাইরা উদ্যোগ নিলে যে কোন অসাধ্যকেও সাধন করতে পারে। পারে দেশের প্রধান দুই দলের নেত্রীকেও এক টেবিলে বসাতে। বলতে পারে আমরা অসহায় জনগণের কথা। আমরা প্রতিনিয়ত পিষ্ট হচ্ছি তাদের রাজনীতির চাকায়। তাদের রাজনৈতিক প্রতিহিংসার আগুনে জ্বলছি আমরা সাধারণ জনগণ। আমাদের বাঁচানোর উদ্যোগ নিতে পারেন আপনারা সাংবাদিক ভাইরা। পরিশেষে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। জয় হোক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের।