সাঈদীর ফাঁসির রায় কার্যকর হোক

মহামানব মিল্টন বিশ্বাস
Published : 28 Feb 2013, 09:41 AM
Updated : 28 Feb 2013, 09:41 AM

আজ সকালে উঠে কোকিলের ডাক শুনেছি। রান্নাঘরের খোলা জায়গার ওপর একটি শিশু নিয়ে বাসা বেঁধেছে যে একজোড়া কবুতর তাদের বাকুমবাকুম অন্যরকম অথচ মধুর লেগেছে। তারপর একঝাক ধানশালিখের আনাগোনায় ভরে উঠেছিল আমার বাসার করিডোর। এখন এই দুপুরে কুখ্যাত রাজাকার সাঈদীর ফাঁসির রায় শুনে বসন্ত প্রকৃতির সমস্ত রূপ-রস আরো সুন্দর হয়ে উঠল। আমার বাসার নিচের মাঠে একটি গরুর বাছুর ধানক্ষেতের আল ধরে ঘাস খাচ্ছে। তাকে খুব সুন্দর দেখাচ্ছে। দূরের মাঠে মোরগ ডেকে উঠল। পূর্ব দিকের ব্যালকনি দিয়ে রাস্তার পাশের যে মেহগনি গাছ দেখা যায় তার ডালে বসে বুলবুলি ডাকচ্ছে। তার সঙ্গে রয়েছে কালো ফিঙে। ফাল্গুনে নতুন পাতার সবুজে মুগ্ধতা নিয়ে পাখিদের হৈচৈ অদ্ভুত মাদকতায় বাংলাদেশকে ভালোবাসতে শেখাচ্ছে। আমাদের এই সুন্দর দেশ আরো অপরূপ লাগবে সব রাজাকারের ফাঁসির রায় কার্যকর হলে। প্রজন্ম চত্বরের সকলকে আন্তরিক অভিবাদন।