বনফুলের বয়ান
Published : 25 April 2012, 03:21 PM
Updated : 25 April 2012, 03:21 PM

আমার আইনি পেশার মক্কেলদের মধ্যে ইসমাইল চৌধুরী সাহেব ছিলেন সবচেয়ে আলাদা। সরকারী চাকুরে হিসাবে জীবন শুরু করেছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ব্যবসা করে অনেক অর্থবিত্তের মালিক হয়েছিলেন। সবসময় হাসিখুশি এই মানুষটা খানিকটা খেয়ালী ও ছিলেন। ওনার ব্যক্তিগত উকিল হিসেবে ঘনিষ্ঠতাও ছিল আমাদের।

একদিন দুপুরে এসে বললেন, আমি মারা যাবার পর কিছু কাজ বর্তাবে আপনার উপর। ওনার মুখে এ কথাটা শুনে খারাপ লাগলো।আমি কিছু বললাম না।

আজ এই পড়ন্ত বিকালে একটা সাদা খাম দেখতে পেলাম অফিসে ফিরে। জানলাম, ইসমাইল সাহেব আর নেই। ব্যাংক এ একটা ভল্ট এর চাবি আর ছোট্ট একটা চিঠি আমার জন্যে।
ব্যাংক এর ভল্ট এ একটা ছোট কাল ব্যাগ পেলাম। অফিসে এসে খুললাম। কয়েকটা চিঠি, আজ থেকে প্রায় ৩০ বছর আগে লেখা। খুলে একটা পড়তে শুরু করলাম। ইসমাইল সাহেবের ভালোবাসার মানুষটি লিখেছেন, কেউ যদি আমাদের সম্পর্ক না মানে তাহলেও কিছু যায় আসেনা। আমার জীবনে আর কেউ নেই, কখনো আসবেনা।
ইসমাইল সাহেব একা ছিলেন।