খাবার নিয়ে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষ

মাহবুবুর রহমান
Published : 14 March 2012, 02:47 AM
Updated : 14 March 2012, 02:47 AM

নীলক্ষেত একটি হোটেলে রাতের খাবার খেতে আসে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের কিছু ছাত্র রাতের খাবার খেতে আসে নীলক্ষেত একটি হোটেলে সেখানে ঢাকা কলেজের ছাত্ররা খাওয়া দাওয়া করছিল। খাবার নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তখন ঢাকা কলেজের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধাওয়া করে তাদের হলে নিয়ে যায়। এই খবর ততক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলে ছড়িয়ে পরে এবং তারা রড-লাঠি নিয়ে দ্রুত নীলক্ষেত মোড়ে অবস্থান করে। অপর দিকে ঢাকা কলেজের ছাত্ররা নিউমার্কেটের সামনে অবস্থান করে। সংঘর্ষ চলাকালীন ল্যাম্পপোস্ট গুলো বন্ধ করে দেওয়া হয় বলে জানাই প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান সংঘর্ষের সময় তারা গুলির শব্দ শুনতে পায়। হতাহতদের বেশির ভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন পর্যন্ত তাদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য আসেন।