সাগর-রুনি হত্যার প্রতিবাদে রাস্তায় ‘ব্লগার ও ওরা ছয় জন’

মাহবুবুর রহমান
Published : 28 April 2012, 12:31 PM
Updated : 28 April 2012, 12:31 PM

গত ১১ ফ্রেব্রুয়ারি দিবাগত রাতে খুন হয় সাংবাদিক দম্পত্তি সাগর- রুনি। ৭৭ দিনেও কোন হত্যাকারিকে ধরতে পারেনি সরকার। তবে নানা ধরনের আশা দিয়েছেন ও নাটক করে যাচ্ছেন সরকার। আন্দোলন থেকে পিছ পা দিয়েছে সাংবাদিকরা। যে আন্দোলন করার কথা ছিল সাংবাদিকদের কিন্তু একি তারা চা পান করেই সরে পরলো আন্দোলন থেকে।

সকল জনগনের মনেই প্রশ্ন জাগে, কেন সাংবাদিকরা এমন করলো? পুলিশ হাল ছেড়ে দিয়েছে। মামলাটি এখন র‍্যাবের হাতে।

র‍্যাবকে স্বাগতম জানাই তারা যেন আসল খুনিদের অচিরেই গ্রেপ্তার করে এবং দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করে।

সাংবাদিকরা থেমে গেলেও থেমে নেই ব্লগাররা। তাই তো সাংবাদিক দম্পত্তি সাগর- রুনির হত্যার প্রতিবাদ করেই যাচ্ছে তারা। ৮ই এপ্রিল মানববন্ধন, ২০ই এপ্রিল সাগর-রুনির ছবি প্রদর্শনী। এবং ২৭ এপ্রিল ছিল পথ চিত্রাঙ্কন কর্মসূচি। চিত্রাঙ্কন হয়ে গেল শাহবাগ কেন্দ্রীয় জাদুঘরের সামনে রাস্তাটিতে। সালাম জানাই সকল ব্লগার ও যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিবাদ কর্মসূচী সফল হল।

কৃতজ্ঞতা জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র জুয়েল এ রব, আরমান, ধিমান, খাইরুল, নিটোল ও হামিদকে।

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে তারাও ব্লগারদের সাথে এক হয়ে নিজেরা রঙ তুলি ধরলো প্রতিবাদী ভাষায়। সকাল থেকে নানা প্রস্তুতির মধ্যে শেষ করেছিল তারা এই রোড পেইন্টিং। ব্লগারদের সাথে যোগ দিয়েছিল ফটোসাংবাদিকগণ।

বিস্তারিত পোষ্ট গুলো …..

ছবি: নাসিরুল ইসলাম, বিডিনিউজ২৪ডটকম