পাকিস্তান দূররানির সাক্ষ্যের অনুলিপি বাংলাদেশকে দেবে না- ‘ডাল মে কুছ কালা হ্যা’

তীর্থযাত্রী
Published : 2 April 2012, 02:24 AM
Updated : 2 April 2012, 02:24 AM

আইএসআই বিএনপিকে অর্থ দেয়া সংক্রান্ত পাকিস্তানের আদালতে দুররানির দেয়া জবানবন্দি 'ক্লাসিফায়েড' বিবেচনার নির্দেশ দিয়েছে। আসলে 'ক্লাসিফায়েড' বিবেচনা করা হয়েছে যাতে এই জবানবন্দি বাংলাদেশ কে না দেয়া লাগে। জবানবন্দি প্রকাশ পেয়ে গেলেই তো প্রমানিত হয়ে যাবে বিএনপি আইএসআই এর কাছ থেকে টাকা নিয়েছে!

দুররানির জবানবন্দি প্রকাশ না করাই প্রমান করে ঐ বক্তব্যে এমন কিছু আছে যা পাকিস্তানের ক্ষতি করবে। আসলে বিএনপির ক্ষতি মানেই তো পাকিস্তানের ক্ষতি।